আশরাফুর রহমান, নিজস্ব প্রতিবেদক :
মাদারীপুরের কালকিনি উপজেলার শিকারমঙ্গল ও এনায়েতনগর ইউনিয়নের মাঝেরকান্দি নুরুল হক বয়াতীর বাড়ির সামনে খালের মধ্যে ৩৫ বছরের পুরনো বাঁধ রক্ষার্থে শত-শত কৃষকদের মানববন্ধন। সোমবার (১৩ জানুয়ারি) সকালে শিকারমঙ্গল ও এনায়েতনগর ইউনিয়নের কৃষকদের আয়োজনে কালকিনি খাসেরহাট সড়কে ঘন্টাব্যাপি এ মানববন্ধন করা হয়।
স্থানীয় কৃষকদের কাছ থেকে জানা যায়, মাদারীপুরের কালকিনি উপজেলার শিকারমঙ্গল ও এনায়েতনগর ইউনিয়ন মধ্যেবর্তী মাঝেরকান্দি গ্রামের নুরুল হক বয়াতী বাড়ী সংলগ্ন খালের মধ্যে ৩৫ বছর আগে থেকেই বাধ দিয়ে প্রায় ৬ হাজার বিঘা জমি কৃষি কাজ করে আসছে এই দুই ইউনিয়নের প্রায় তিন হাজার কৃষক। প্রায় ৩৫ বছর পর প্রশাসন থেকে নির্দেশনা দেয়া হয় দ্রুত সময়ের মধ্যে খালের বাঁধ কেটে খাল পরিস্কার করার জন্য। এই খবরের পর স্থানীয় কৃষকরা খালের বাঁধ রক্ষার্থে মানববন্ধন করে শতাধিক কৃষকের স্বাক্ষরীত একটি আবেদন পত্র কালকিনি উপজেলা নির্বাহী অফিসার বরাবর প্রদান করেন।
কৃষক এমদাদ হোসেন বলেন, আমরা ৩৫ বছর যাবত খালে এই বাধটি দিয়ে ৩ টি ইরি ব্লকে ৬শত বিঘা জমিতে ইরিধানের চাষাবাদ করি কিন্তু এখন শুনতেছি এই বাঁধ না কি কেটে ফেলা হবে। আমাদের দাবি কৃষককে বাঁচাতে চাইলে আমাদের এই বাঁধ রাখতে হবে।
আরেক কৃষক আঃ রহমান বেপারী বলেন, আমরা আজ মানববন্ধন করছি আমাদের দাবিটা যেন সরকার রাখেন কারণ আমরা সাধারণ কৃষক কৃষি কাজ করেই আমাদের সংসার চলে এই বাঁধ যদি কেটে ফেলে তাহলে আমাদের কৃষি কাজ করা বন্ধ হয়ে যাবে। আমরা প্রায় তিন হাজার কৃষক কৃষি কাজ নিয়ে বিপদে পড়বো।
অন্য কৃষক বেল্লাল হোসেন বলেন, সরকার এই বাধ কাটার আগে নদী থেকে যেনো পানি আসে, আগে সেই নদী খনন করে পানি আনার ব্যবস্থা করেন তারপর পানি আসলে বাঁধ কাটে এর আগে যেন বাঁধ না কাটে এজন্য আমরা সাধারন কৃষক সরকারের কাছে আকুল আবেদন করছি।
এ ব্যাপারে কালকিনি উপজেলা নির্বাহী অফিসার উত্তম কুমার দাস বলেন, কৃষকের দাবি যদি যুক্তিক হয় তাহলে তাদের দাবির বিষয় প্রয়োজনীয় ব্যবস্থা নিবো। অন্যথায় কোন ধরনের খালে স্বাভাবিক পানি প্রবাহ বন্ধ করবে কিংবা খাল পরিত্যক্ত হবে এমন কার্যক্রম গ্রহন করলে আমরা প্রশাসনিক ভাবে ব্যবস্থা নিবো।