ইবিতে পরীক্ষা দিতে এসে নিষিদ্ধ ছাত্রলীগের সহ-সভাপতি আটক

আপলোড সময় : ১৪-০১-২০২৫ ১২:৫২:৪১ পূর্বাহ্ন , আপডেট সময় : ১৪-০১-২০২৫ ১২:৫২:৪১ পূর্বাহ্ন




মোতালেব বিশ্বাস লিখন,ইবি 

পরীক্ষা দিতে এসে ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) শাখা ছাত্রলীগের সহসভাপতি মামুন-অর-রশিদ আটক হয়েছেন। মামুন বিশ্ববিদ্যালয়ের ম্যানেজমেন্ট বিভাগের ২০২২-২৩ শিক্ষাবর্ষের মাস্টার্সের শিক্ষার্থী। সোমবার (১৩ জানুয়ারি) দুপুরে এ ঘটনা ঘটে।

এর আগে, সাড়ে ১২টা থেকেই বিভাগের সামনে বিক্ষোভ করেন শিক্ষার্থীরা। এ সময় সাধারণ শিক্ষার্থীরা 'আবু সাঈদ-মুগ্ধর রক্ত, বৃথা যেতে দেব না’, ‘আবু সাঈদ-মুগ্ধ, শেষ হয়নি যুদ্ধ’ ইত্যাদি স্লোগান দেন।

জানা যায়, ম্যানেজমেন্ট বিভাগের রিটেক পরীক্ষা শুরু হয়েছে গত শনিবার। মামুন আজ সোমবার পরীক্ষা দিতে আসে। পরে দুপুর সাড়ে ১২টায় শিক্ষার্থীরা বিভাগের সামনে বিভিন্ন স্লোগান দিতে থাকেন। বিভাগের শিক্ষকরাও এ সময় উপস্থিত শিক্ষার্থীদের তোপের মুখে পড়েন। বেলা দেড়টায় বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর, ছাত্র উপদেষ্টা, বিভাগের শিক্ষক এবং বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীরা উপস্থিত হয়ে মামুনকে থানায় সোপর্দ করেন।

শিক্ষার্থীরা জানান, বিভিন্ন সময়ে ক্যাম্পাসে এই নেতা প্রভাব বিস্তার করেছে এবং ছাত্র আন্দোলনে মামুন সরাসরি বিরোধিতা করেছেন। এরকম কাউকে ক্যাম্পাসে এসে পরীক্ষায় বসতে দেওয়া হবে না।

এ বিষয়ে সহকারী প্রক্টর অধ্যাপক ড. ফকরুল ইসলাম বলেন, আমরা শিক্ষার্থীকে পুলিশে সোপর্দ করেছি। তাঁর বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে।



 

সম্পাদকীয় :

প্রকাশক ও সম্পাদক : মোঃ গোলাম মাওলা শাওন
মোবাইল : ০১৭১১-০০৬২১৪

অফিস :

প্রধান কার্যালয় : ৩১/১ শরীফ কমপ্লেক্স ৫ম তলা পুরানা পল্টন ঢাকা ১০০০

মোবাইল : ০১৯৯৯-৯৫৩৯৭০

ই-মেইল : [email protected],  [email protected]