নিজস্ব প্রতিবেদক
বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল ও সাবেক এমপি অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার বলেছেন, দুর্নীতি ও শোষণমুক্ত কল্যাণ রাষ্ট্র গড়তে হলে আল্লাহভীরু লোকদের হাতেই দেশের নেতৃত্ব তুলে দিতে হবে। আওয়ামী লীগ গত পনের বছর দেশকে গুম-খুনের রাজ্যে পরিণত করেছিল। তারা দেশের অর্থ বিদেশে পাচার করেছে। আলেমদেরকে জেলে পুরে হত্যা করেছে। তারা গোটা দেশকে বৃহৎ কারাগারে পরিণত করেছিল। এই দুঃশাসন থেকে বাঁচার জন্য বিভিন্ন সময় আন্দোলন ও সংগ্রাম হয়েছে। অবশেষে জুলাই বিপ্লবের মাধ্যমে এদেশের ছাত্র-জনতা ফ্যাসিস্ট শেখ হাসিনা সরকারের পতন ঘটিয়ে দেশের মানুষকে মুক্ত করেছে।
তিনি আরও বলেন, ছাত্র-জনতা যে স্বপ্ন নিয়ে জীবনের বিনিময় দেশকে মুক্ত করেছে আমাদেরকে সেই স্বপ্ন পূরণ করার জন্য ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। ঐক্যবদ্ধ জাতীয় সরকার প্রতিষ্ঠার মাধ্যমে ছাত্র-জনতার ঋণ পরিশোধ করতে হবে।
১৩ জানুয়ারি মাদারীপুর জেলা জামায়াতের উদ্যোগে জেলা মুক্ত মঞ্চে আয়োজিত কর্মী সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, আমরা বিগত দেড় যুগ একটি বর্বর জাহিলি যুগ পার করে এসেছি। সে যুগে আমাদের অধিকার ছিল না, গণতন্ত্র ছিল না। ধর্মীয় অধিকার ছিল না। আইনের শাসন ছিল না। অর্থনৈতিক অধিকার ছিল না। আমাদের অন্ন, বস্ত্র, চিকিৎসা, বাসস্থান ও খাবার ছিল না। নিরন্ন মানুষের আহাজারি এবং বস্ত্রহীন মানুষের কান্নায় আকাশ বাতাস ভারী হয়ে উঠেছিল। তিনি বলেন, একদলীয় কর্তৃত্ববাদী শেখ পরিবারের নেতৃত্বে বাংলাদেশ জিম্মি হয়ে জাহিলিয়াতের অন্ধকারে ডুবে গিয়েছিল। তিনি বলেন, আবু সাঈদ ও তার বীর সাথীরা ফ্যাসিবাদের সামনে বুক পেতে দিয়ে ফ্যাসিবাদকে পরাজিত করে বাংলাদেশকে বিজয়ী করেছে। প্রয়োজন হলে আরও লক্ষ আবু সাঈদ রক্ত দিয়ে অবাধ, নিরপেক্ষ, সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে নব্য ফ্যাসিবাদের মোকাবেলা করবে।
জনাব পরওয়ার আরও বলেন, শেখ হাসিনা সরকার জামায়াতে ইসলামীকে নিঃশেষ করতে চেয়েছিল, কিন্তু করতে পারেনি। শেখ হাসিনা নিজেই নিঃশেষ হয়ে গিয়েছে।
মাদারীপুর জেলা জামায়াতের আমীর মাওলানা মোখলেসুর রহমানের সভাপতিত্বে এ কর্মী সম্মেলনে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল ও সাবেক এমপি এ এইচ হামিদুর রহমান আযাদ, বাংলাদেশ জামায়াতে ইসলামীর ফরিদপুর অঞ্চলের সহকারী পরিচালক মোঃ দেলোয়ার হোসাইন, অঞ্চল টিম সদস্য শামসুল ইসলাম আল বারাটি, অঞ্চল টিম সদস্য অধ্যাপক আব্দুল তাওয়াব, মাদারীপুরের সাবেক জেলা আমীর ও ফরিদপুর অঞ্চল টিম সদস্য মাওলানা আব্দুস সোবহান খান, অঞ্চল টিম সদস্য আজমল হোসাইন, অঞ্চল পরিচালক আজহারুল ইসলাম।
আরও বক্তব্য রাখেন, ফরিদপুর জেলা জামায়াতের আমীর মাওলানা বদর উদ্দিন, রাজবাড়ী জেলা জামায়াতের আমীর নুরুল ইসলাম, শরীয়তপুর জেলা আমীর মাওলানা আব্দুর রব হাশেমী, গোপালগঞ্জ জেলা আমীর অধ্যাপক রেজাউল করিম, শ্রমিক কল্যাণ ফেডারেশনের কেন্দ্রীয় নির্বাহী সদস্য কাজী আবুল বাশার, বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির মাদারীপুর জেলা শাখার সভাপতি মোঃ রিফাত হোসেনসহ জেলা, উপজেলা ও পৌর জামায়াত নেতৃবৃন্দ।
বিশেষ অতিথির বক্তব্যে এ এইচ হামিদুর রহমান আযাদ বলেন, গত সাড়ে ১৫ বছর হাসিনা সরকার মানুষের বাক স্বাধীনতা রুদ্ধ করেছিল, ভোটাধিকার হরণ করেছিল। গাইবি মামলা দিয়ে মানুষকে জেলে পুরে রেখেছিল। নিজের গদি আজীবনের জন্য পাকাপোক্ত করতে চেয়েছিল, কিন্তু শেষ রক্ষা হয়নি।
জনাব আযাদ আরও বলেন, এদেশের মানুষ চাঁদাবাজি, টেন্ডারবাজি ও দখল বাণিজ্য থেকে মুক্তি পেতে চেয়েছে। কিন্তু আমরা এ দখল বাণিজ্য থেকে এখনো মুক্তি পাইনি। তিনি বলেন, আমাদের বিভক্তির রাজনীতি থেকে বেরিয়ে আসতে হবে। দলীয় স্বার্থের আগে রাষ্ট্রের স্বার্থকে প্রাধান্য দিতে হবে। পুরনো ফ্যাসিবাদ বা নব্য কোনো ফ্যাসিবাদ যেন আর ক্ষমতায় আসতে না পারে সেজন্য আমাদের পাহারাদারের ভূমিকা পালন করতে হবে।