মোঃ অপু খান চৌধুরী।।
কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় কলেজ ছাত্র সফিউল্লাহকে চুরিকাঘাতে হত্যা মামলায় এজহারনামীয় আসামিদের গ্রেপ্তারের দাবিতে গতকাল রবিবার (১২ জানুয়ারি) সকালে উপজেলা সদরে এক মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ করে এলাকাবাসী ও স্কুল-কলেজের ছাত্রছাত্রীরা।
উল্লেখ যে, গত ২৬ ডিসেম্বর (বৃহস্পতিবার) সন্ধ্যায় উপজেলা সদরের পশ্চিম পাড়ায় ব্যাডমিন্টন খেলা নিয়ে দ্বন্দ্বে সফিউল্লাহকে ছুরিকাঘাতে হত্যা করা হয়। সফিউল্লাহ ব্রাহ্মণপাড়া মোশাররফ হোসেন খান চৌধুরী বিশ্ববিদ্যালয় কলেজ একাদশ শ্রেণির মেধাবী শিক্ষার্থী ছিলেন। এ ঘটনায় নিহতের বাবা ডাব বিক্রেতা এরশাদ মিয়া বাদী হয়ে ৩ জনের নাম উল্লেখ করে ও অজ্ঞাত আরও ৪/৫ জনকে আসামি করে হত্যা মামলা দায়ের করেন।
আসামিরা হলেন ব্রাহ্মণপাড়া সদরের মোঃ জহিরুল ইসলাম এর ছেলে ঘাতক মশিউর রহমান হৃদয় ভাই রিয়াদ ও তাদের মা রিনা আক্তারসহ অজ্ঞাত চার-পাঁচ জন। মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশে অংশগ্রহণ করেন ব্রাহ্মণপাড়া সদরের ওশান হাই স্কুলের শিক্ষক ও শিক্ষার্থী এবং মোশাররফ হোসেন খান চৌধুরী বিশ্ববিদ্যালয় কলেজের শিক্ষার্থী ও তার স্বজনরা এবং এলাকাবাসী। মানববন্ধনের পর বিক্ষোভ সমাবেশে উপস্থিত বক্তারা বলেন মেধাবী শিক্ষার্থী সফিউল্লাকে যারা পরিকল্পিত ভাবে নৃশংস হত্যা করে তাদের অতি বিলম্বে গ্রেপ্তার ও ফাঁসির দাবি জানান।
এ সময় উপস্থিত ছিলেন ব্রাহ্মণপাড়া সদরে আনোয়ার হোসেন আনু সর্দার, মহিলা মেম্বার সামসুনাহার, আবদুল খালেক মেম্বার, মোহাম্মদ শাজাহান, এমদাদুল হক সবুজ, ফারুক আহমেদ, দেলোয়ার হোসেন, তফাজ্জল হোসেন, উজ্জ্বল চন্দ্র শীল, আবুল কাসেম, আরিফ হোসেন, জয়নাল হোসেন, মোক্তল হোসেন, আমজাদ হোসেন সহ ওশান স্কুল ও মোশাররফ হোসেন খান চৌধুরী বিশ্ববিদ্যালয় কলেজ শিক্ষার্থী এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ। এ সময় সকল বক্তারা বলেন অতি বিলম্বে খুনি ঘাতকদের গ্রেপ্তার করে আইনের আওতায় এনে দ্রুত ফাঁসির দাবি জানান।
এ ব্যাপারে মামলার তদন্তকারী কর্মকর্তা এস আই শিশির ঘোষ বলেন, অভিযান চালিয়ে মামলার এজারনামীয় এক আসামীকে গ্রেপ্তার করা হয়েছে। আশা করি অন্যান আসামীদের গ্রেপ্তারের প্রক্রিয়া চলছে।