ঢাকা আলিয়া সাংবাদিক সমিতির নতুন সভাপতি আরিফ, সম্পাদক মাসুম

আপলোড সময় : ১৩-০১-২০২৫ ১২:৫৪:৫৫ পূর্বাহ্ন , আপডেট সময় : ১৩-০১-২০২৫ ১২:৫৪:৫৫ পূর্বাহ্ন




ঢাকা আলিয়ার প্রতিনিধি:

ঢাকা আলিয়া সাংবাদিক সমিতির (ঢাআসাস) (১৫) সদস্য বিশিষ্ট নতুন কার্যনির্বাহী কমিটি গঠিত হয়েছে। কমিটিতে সভাপতি হিসেবে দ্যা ডেইলি ক্যাম্পাস ও মানবকথন পত্রিকার ঢাকা আলিয়ার প্রতিনিধি মোঃ আরিফুল ইসলাম এবং সাধারণ সম্পাদক হিসেবে আওয়ার ক্যাম্পাস24 এর প্রতিনিধি মোঃ মাসুম বিল্লাহ নির্বাচিত হয়েছেন। 

আজ রবিবার (১২ জানুয়ারি) সন্ধ্যা ৭ টায় সরকারি মাদ্রাসা -ই-আলিয়া এর অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) মোঃ আশরাফুল কবির স্বাক্ষরিত নতুন কমিটি ঘোষণা করেন। আগামী ১বছরের  জন্য এই কমিটি অনুমোদ দেওয়া হয়েছে।

১৫  সদস্যবিশিষ্ট কমিটির অন্যান্য পদে নির্বাচিতরা হলেন-
সহ-সভাপতি মোঃ তা শফিকুল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ মিয়াদ হাসান, সাংগঠনিক সম্পাদক নূর মোহাম্মদ, দপ্তর সম্পাদক মোঃ সিয়াম, প্রচার সম্পাদক মাহবুবুর হোসেন, মিডিয়া বিষয়ক সম্পাদক মোঃ রাসেল আহমেদ ও কার্যনির্বাহী সদস্য ১.আহমেদ নাইম,২, মোঃ মিরাজ হাসান, ৩.মহিউদ্দিন সরকার,৪ আব্দুল্লাহ আল মামুন,৫.মাহমুদুল হাসান, ৬.মির্জা মোঃ ইসমাইল,৭.আরাফাত বিন ইলিয়াছ।


ঢাআসাস এর নব নির্বাচিত সভাপতি মোঃ আরিফুল ইসলাম বলেন, আজকে যারা বিভিন্ন পদে নির্বাচিত হয়েছেন তাদেরকে অভিনন্দন জানাই। আশা করি, শিক্ষার্থীদের সমস্যা নিয়ে সমিতির সবাই দল-মত নির্বিশেষে কাজ করবে এবং কার্যনির্বাহী কমিটিতে নির্বাচিতদের সঙ্গে ঐক্যবদ্ধ হয়ে শিক্ষার্থীদের পক্ষে কাজ করার আহ্বান করেন।

সাধারণ সম্পাদক মোঃ মাছুম বিল্লাহ বলেন, আমরা ঐক্যবদ্ধ হলেই শিক্ষার্থীদের অধিকার ঠিক থাকবে। ঐক্যবদ্ধ হয়ে কাজ করলে অনিয়ম, দূর্নীতি কমবে এবং প্রশাসন আরো শিক্ষার্থীদের অধিকার নিয়ে সচেতন হবে।



 

সম্পাদকীয় :

প্রকাশক ও সম্পাদক : মোঃ গোলাম মাওলা শাওন
মোবাইল : ০১৭১১-০০৬২১৪

অফিস :

প্রধান কার্যালয় : ৩১/১ শরীফ কমপ্লেক্স ৫ম তলা পুরানা পল্টন ঢাকা ১০০০

মোবাইল : ০১৯৯৯-৯৫৩৯৭০

ই-মেইল : [email protected],  [email protected]