নিজস্ব প্রতিবেদক
আনুপাতিক হারের নির্বাচন পদ্ধতি ‘কোয়ালিটিফুল সংসদ’ নিশ্চিত করতে পারে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা মুহাম্মদ শাহজাহান।
১০ জানুয়ারি শুক্রবার বিকেলে মানিকছড়ি উপজেলা জামায়াতের কর্মী ও সুধী সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে মাওলানা মুহাম্মাদ শাহজাহান এই মন্তব্য করেন।
উপজেলা আমীর মাওলানা মনিরুজ্জামানের সভাপতিত্বে উক্ত সম্মেলনে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন খাগড়াছড়ি জেলা আমীর অধ্যাপক সৈয়দ মোঃ আবদুল মোমেন ও জেলা কর্মপরিষদ সদস্য অধ্যক্ষ আবুল হোসেন। এতে আরও বক্তব্য রাখেন উপজেলা সেক্রেটারি মাওলানা আমানউল্লাহ, নূর হোসেন, মোক্তার হোসেন প্রমুখ।
সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে মুহাম্মদ শাহজাহান বলেন, জুলাই-আগস্টের গণ-অভ্যুত্থানের মাধ্যমে শুধু একটি স্বৈরাচারী শাসনের অবসানই হয়নি, দেশে একটি নতুন রাজনৈতিক সংস্কৃতি প্রবর্তনেরও প্রেক্ষাপট তৈরি হয়েছে। বিগত স্বৈরাচারী সরকার দেশের গণতন্ত্র সম্পূর্ণরূপে ধ্বংস করে দিয়েছে। দেশে গণতন্ত্র ফিরিয়ে আনতে বীর ছাত্র-জনতা ত্যাগ স্বীকার করেছেন যা গোটা উন্নয়নশীল বিশ্বে বিরল। কাজেই সংসদকে গণতন্ত্র ও দেশ গঠনের কেন্দ্রবিন্দুতে পরিণত করতে হলে একটি উচ্চমানের সংসদ গঠনের কোনো বিকল্প নেই। আমরা মনে করি এটি আনুপাতিক হারের নির্বাচন পদ্ধতির মাধ্যমে হতে পারে।
জামায়াতের কর্মীদের উদ্দেশে তিনি বলেন, আদর্শ ও নৈতিকতার মানদন্ডে আমাদেরকে পরিপূর্ণভাবে উত্তীর্ণ হতে হবে। দুর্নীতি ও চাঁদাবাজমুক্ত জনআকক্সক্ষার নতুন বাংলাদেশ গঠনে দেশবাসীকে সাথে নিয়ে ঐক্যবদ্ধভাবে অগ্রণী ভূমিকা রাখতে হবে।