হিজলা প্রতিনিধিঃ
হিজলা উপজেলার ধুলখোলা ইউনিয়নের পালপাড়া গ্রামের ইদ্রিস আলী ফকির এর গোয়াল ঘর থেকে বুধবার রাত আনুমানিক ২টার দিকে একটি গাভী গরু এবং বাছুর চোররা চুরি করে ট্রলারে উঠিয়ে নিয়ে যাচ্ছিল। এ সময় নদীতে থাকা স্থানীয় মাইদুল ইসলামসহ কয়েকজন জেলে টের পেয়ে ধাওয়া করে মনির বন্দকসী নামে একজনকে আটক করে থানা পুলিশকে সংবাদ দেয়। স্থানীয়দের হাতে আটক মনির বন্দুকশী ধুলখোলা ইউনিয়নের মাট্রিয়ালা গ্রামের চান্দু বন্দুকশীর ছেলে।
গরু মালিক ইদ্রিস আলী ফকির বাংলাদেশ বাণীকে জানান, গভীর রাতে আমার গোয়াল ঘর থেকে প্রায় দেড় লাখ টাকার একটি গাভী গরু বাছুরসহ চোরের দল নিয়ে যায়। এ সময় স্থানীয় জেলেরা মেঘনা নদীতে গরুসহ একজনকে আটক করে ডাকচিৎকার দিলে আমি প্রথমে আমার গোয়াল ঘরে লাইট জ্বালিয়ে দেখি আমার গরু নেই, দৌড়ে সেখানে গিয়ে দেখি ওই গরু আমার। একই বাড়ির রমিজ উদ্দীন ফকির বলেন, চোরের উৎপাতে আমরা অতিষ্ঠ। সম্প্রতি গ্রামের অনেকের গরু চুরি হয়ে গেছে। চোর ধরা খায় আবার চলে আসে।
ওই গ্রামের চৌকিদার আলী আশ্রাফ জানান, চোরাই গরুসহ চোর আটকের সংবাদ পেয়ে আমি সেখানে গিয়ে সত্যতা পাই। স্থানীয়রা জানান, প্রতিনিয়ত এলাকায় গরু চুরি হচ্ছে, চোর ধরা খেলেও কিছু দিন পর ছাড়া পেয়ে পুনরায় আবার চুরি করে, আমরা চোরের কঠিন বিচার দাবি করছি এবং প্রশাসনের কঠোর হস্তক্ষেপ কামনা করছি।
এ ব্যাপারে হিজলা থানা অফিসার ইনচার্জ মোঃ আবুল কালাম আজাদ বলেন, চোরাই গরু উদ্ধার করে মালিক চিহ্নিত করা হয়েছে এবং গরু চোরকে আটক করে জেলহাজতে পাঠানো হয়েছে এছাড়া চুরি ঠেকাতে সব ধরনের ব্যবস্থা নেওয়া হচ্ছে।