পিরোজপুরের ইন্দুরকানীতে ষষ্ঠ শ্রেণির মাদ্রাসা ছাত্রীকে অপহরণে অভিযোগ

আপলোড সময় : ০৯-০১-২০২৫ ০৮:৪৪:৪১ অপরাহ্ন , আপডেট সময় : ০৯-০১-২০২৫ ০৯:২১:৫০ অপরাহ্ন




বিশেষ প্রতিনিধি :
পিরোজপুরের ইন্দুরকানীতে তামান্না আক্তার নামে ষষ্ঠ শ্রেণিতে পড়া এক মাদ্রাসার ছাত্রীকে অপহরণের অভিযোগ পাওয়া গেছে। তামান্না আক্তার (১১) ঘোষেরহাট বি. জি.এস মাহিলা দাখিল মাদরাসায় ষষ্ঠ শ্রেণির শিক্ষার্থী। তিনি ইন্দুরকানি উপজেলার দক্ষিণ ভবানীপুর গ্রামের ইসাহাক তালুকদারের মেয়ে।

অপহৃত ছাত্রীর মা হাজেরা বেগম ও স্থানীয়রা জানান, আমার মেয়ে তামান্না আক্তার ঘোষেরহাট বি. জি.এস মাহিলা দাখিল মাদরাসায় ষষ্ঠ শ্রেণিতে পড়ে। মাদরাসায় আসা-যাওয়ার পথে দক্ষিণ ভবানীপুর গ্রামের দুলাল গাজীর ছেলে রিদয় গাজী (২৬) মেয়েকে উত্ত্যক্ত করত। এ নিয়ে রিদয়ের বাবা-মায়ের কাছে এক মাস আগে অভিযোগ দেওয়া হয়। এরপরও সে আমার মেয়েকে বিরক্ত করত। পরে গত সোমবার তামান্না মাদরাসায় যাওয়ার পথে রিদয় সহ কয়েকজন যুবক রাস্তা থেকে মেয়েকে তুলে নিয়ে চলে যায়। তারপরে রিদয় মেয়েকে ফেরত দেওয়ার কথা বলে ফোনে দু’লক্ষ টাকা চাঁদা দাবি করে। থানার আশ্রয় চেয়েও চারদিন ধরে মেয়ে উদ্ধার করা সম্ভব হয়নি।  

মাদ্রাসার সুপার শাহ-আলম জানান, মাদ্রাসায় আসার পথে ষষ্ঠ শ্রেণির শিক্ষার্থী অপহরণের ঘটনায় অভিযুক্ত ছেলের বাড়িতে গিয়েছিলাম। কিন্তু বাড়িতে তাঁদের কাউকে খোঁজ পাওয়া যায়নি। পরে শিক্ষার্থীর স্বজনদের আইনগত পদক্ষেপ নিতে বলেছি।

ইন্দুরকানী থানার ওসি মারুফ হোসেন বলেন, এ ঘটনায় অভিযোগে ছেলের বাবাকে থানায় আনা হয়েছিল। পরে মাদ্রাসা ছাত্রীকে উদ্ধার করা স্বার্থে তাকে ছেড়ে হয়। পুলিশ ওই ছাত্রীকে উদ্ধারের সর্বাত্মক চেষ্টা চালাচ্ছে।


 

সম্পাদকীয় :

প্রকাশক ও সম্পাদক : মোঃ গোলাম মাওলা শাওন
মোবাইল : ০১৭১১-০০৬২১৪

অফিস :

প্রধান কার্যালয় : ৩১/১ শরীফ কমপ্লেক্স ৫ম তলা পুরানা পল্টন ঢাকা ১০০০

মোবাইল : ০১৯৯৯-৯৫৩৯৭০

ই-মেইল : [email protected],  [email protected]