হত্যা মামলার মুল হোতা ২৪ ঘন্টার মধ্যে আটক।

আপলোড সময় : ০৯-০১-২০২৫ ০৬:১২:৪২ অপরাহ্ন , আপডেট সময় : ০৯-০১-২০২৫ ০৬:১২:৪২ অপরাহ্ন

নিজস্ব প্রতিবেদক

র‍্যাব-১৩ এর অভিযানে গাইবান্ধা জেলার সদর থানায় চাঞ্চল্যকর হত্যা মামলার মুল হোতা ২৪ ঘন্টার মধ্যে আটক। 'বাংলাদেশ আমার অহংকার'-এই মূল মন্ত্রকে বুকে ধারণ করে এলিট ফোর্স র‍্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন চাঞ্চল্যকর হত্যা, ধর্ষণ, অপহরণ গুম খুনের বিরুদ্ধে নিয়মিতভাবে সর্বাত্মক অভিযান পরিচালনা করে আসছে। 

উল্লেখ্য যে, গত ০৮/০১/২০২৫ ইং তারিখে ঘটে যাওয়া পূর্ব শত্রুতার জের ধরে  আসামী মো: বেলাল মিয়া ও অজ্ঞাতনামা আসামি ৩০/৩৫ জন তার সহযোগী ধারালো দেশি অস্ত্রশস্ত্র নিয়ে ভিকটিম বিপুল চন্দ্র সরকারকে মারার উদ্দেশ্যে খোঁজাখুজি করে। খোঁজাখুঁজির এক পর্যায়ে গাইবান্ধা সদর থানাধীন ০৪ নং সাহাপাড়া ইউনিয়নের শিবপুর গ্রামস্থ গোদারঘাট ব্রীজের পশ্চিম পাশে এজাহারে বর্ণিত আসামি সাগর এর বাড়ির সামনে কাঁচা রাস্তার ওপর অদ্য ০৮/০১/২০২৫ তারিখ ভোর আনুমানিক ৫:৩০ ঘটিকার সময় ভিকটিম বিপুল চন্দ্র সরকারকে দেখতে পেয়ে আসামি মো: বেলাল ভিক্টিমকে পেছন থেকে গুলি করলে ভিকটিম আহত হয়ে মাটিতে শুয়ে পড়ে। পরবর্তীতে ভিকটিমকে গাইবান্ধা জেনারেল হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন। পরবর্তীতে ভিক্টিমের স্ত্রী বাদী হয়ে গাইবান্ধা সদর থানায় একটি হত্যা মামলা দায়ের করে।

র‌্যাবের চলমান এই অভিযানের ধারাবাহিকতায় অদ্য ০৯/০১/২০২৫ তারিখ সকাল ০৯.১০ ঘটিকার সময় সিপিসি-৩ গাইবান্ধা, র‌্যাব-১৩, রংপুর এর একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে ইং ০৯/০১/২০২৫ খ্রিঃ সঙ্গীয় অফিসার ও ফোর্সসহ সরকারি গাড়ী যোগে গাইবান্ধা জেলার সদর থানাধীন ফায়ার সার্ভিস এলাকা হতে চাঞ্চল্যকর হত্যা মামলার মুল হোতা এজাহারনামীয় আসামী মোঃ বেলাল মিয়া (৪৮), পিতা- লালু মিয়া, স্থায়ী সাং- ভাজনের খামার, থানা-গাইবান্ধা সদর, জেলা-গাইবান্ধা‘কে গ্রেফতার করেন। পরবর্তী কার্যক্রমের জন্য গ্রেফতারকৃত আসামিকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে। 


 

সম্পাদকীয় :

প্রকাশক ও সম্পাদক : মোঃ গোলাম মাওলা শাওন
মোবাইল : ০১৭১১-০০৬২১৪

অফিস :

প্রধান কার্যালয় : ৩১/১ শরীফ কমপ্লেক্স ৫ম তলা পুরানা পল্টন ঢাকা ১০০০

মোবাইল : ০১৯৯৯-৯৫৩৯৭০

ই-মেইল : [email protected],  [email protected]