ঢাকা আলিয়া প্রতিনিধি:
বিডিআর হত্যা মামলার বিচার কার্য সম্পাদনের জন্য স্বৈরাচার শেখ হাসিনা সরকারের আইন মন্ত্রণালয় কর্তৃক ঢাকা আলিয়ার খেলার মাঠ কে অস্থায়ী আদালতে রূপান্তর করা হয়। তারপর কয়েক দফায় আওয়ামী লীগের ডামি নির্বাচনে সিটি কর্পোরেশন নির্বাচিত মেয়র শেখ ফজলে নূর তাপসের নেতৃত্বে কয়েকবার এ মাঠকে দখল করা নিয়ে শিক্ষার্থীদের সাথে দফায় দফায় সংঘর্ষ হয়।
আজ মধ্যরাত সাড়ে চারটার দিকে অস্থায়ী আদালতে আগুন লাগলে হট লাইনে অগ্নিকাণ্ডের খবর পেয়ে লালবাগ ফায়ার স্টেশনের ফায়ার কর্মীরা ঘটনাস্থলে আসেন।
লালবাগ ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার মোঃ মোস্তাফিজুর রহমান বলেন, তাৎক্ষণিক খবর পেয়ে আমরা ঘটনাস্থলে পৌঁছেছি রাস্তায় অনেক বাধার সম্মুখীন হয়েছি। আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়েছি। আগুনের সুত্রপাত জানতে চাইলে সাংবাদিকদের তিনি বলেন এবিষয়ে এখন বলতে পারছি না।