মঠবাড়িয়া (পিরোজপুর) প্রতিনিধি:
পিরোজপুরের জেলা প্রশাসক আশরাফুল আলম খান মঠবাড়িয়া উপজেলার বিভিন্ন সরকারি দফতরসহ বিভিন্ন উন্নয়নমূলক কাজের উদ্বোধন করেন। বৃহস্পতিবার (০৯ জানুয়ারি) সকালে পরিদর্শনকালে উপজেলার সরকারি এ সকল দফতরের কার্যক্রম সুষ্ঠুভাবে পরিচালিত হতে দেখে তিনি সন্তোষ প্রকাশ করেন।
পিরোজপুরের জেলা প্রশাসক মঠবাড়িয়া উপজেলা নির্বাহী অফিসে এসে পৌছুলে উপজেলা নির্বাহী অফিসার আবদুল কাইয়ূম তাকে স্বাগত জানান। এসময় ইউএনও অফিসের পরিচালিত কার্যক্রম নিয়ে উপজেলা নির্বাহী অফিসারের সাথে কথা বলেন।
পিরোজপুরের জেলা প্রশাসক মঠবাড়িয়া উপজেলা নির্বাহী অফিসে এসে পৌছুলে উপজেলা নির্বাহী অফিসার আবদুল কাইয়ূম তাকে স্বাগত জানান। এসময় ইউএনও অফিসের পরিচালিত কার্যক্রম নিয়ে উপজেলা নির্বাহী অফিসারের সাথে কথা বলেন।
পরে উপজেলা পরিষদ চত্বরে ২০২৪-২০২৫ অর্থ বছরে উপজেলা পরিষদের উন্নয়ন তহবিলের আওতায় উপজেলার বিভিন্ন দুঃস্থ ও প্রতিবন্ধী মানুষের মাঝে ৩০ টি হুইলচেয়ার ও কম্বল বিতরণ করেন। উপজেলা পরিষদে স্থাপিত সম্প্রীতি 'সরোবর' শাপলা চত্বর উদ্বোধন, সমাজসেবা অধিদপ্তরে আওতায় সুদমুক্ত ঋণ বিতরণ, পৌরসভার বালের মাঠে নির্মিত গোলঘর উদ্বোধন, সরকারি হাতেম আলী মাধ্যমিক বিদ্যালয়ের নবনির্মিত গেট উদ্বোধন এবং ছাত্রীদের মাঝে সাইকেল বিতরণ করেন।
উপজেলা পরিষদে পরিদর্শনের সময় জেলা প্রশাসক তাঁর বক্তব্যকালে বলেন, সরকারি রুটিন অনুযায়ী মঠবাড়িয়া উপজেলার পরিদর্শনে এসেছি। উপজেলার উন্নয়নমূলক কাজের উদ্বোধন এবং সুধী সমাজের সাথে মতবিনিময় করবো। বাংলাদেশ বিনির্মানে সবাইকে একসাথে এগিয়ে আসতে হবে। তিনি মঠবাড়িয়া উপজেলার উন্নয়নে সর্বোচ্চ সহযোগিতা করবেন বলে আশাবাদ ব্যক্ত করেন।
বিভিন্ন স্থান পরিদর্শন শেষে উপজেলা প্রশাসনের আয়োজনে সরকারি কর্মকর্তা, রাজনৈতিক নেতৃবৃন্দ, শিক্ষা প্রতিষ্ঠান প্রধান, সাংবাদিক ও সুধীজনদের নিয়ে উপজেলা পরিষদ হলরুমে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।