ঘাটাইলে লাশের অপেক্ষায় স্বজনরা চার খাটিয়া রাখা উঠানে

আপলোড সময় : ০৯-০১-২০২৫ ০৫:৩৮:৩৭ অপরাহ্ন , আপডেট সময় : ০৯-০১-২০২৫ ০৫:৩৮:৩৭ অপরাহ্ন

 
 
মোঃ সবুজ সরকার সৌরভ,
ঘাটাইল (টাঙ্গাইল) প্রতিনিধিঃ
 
ঢাকার সাভারে অ্যাম্বুলেন্সের সঙ্গে দুটি বাসের সংঘর্ষের পর গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে আগুন লেগে পুড়ে মারা গেছেন টাঙ্গাইলের ঘাটাইল উপজেলার ভাবনদত্ত গ্রামর এক পরিবারের চারজন।
 
নিহতরা হলেন ফারুক হোসেন সিদ্দিকী (৫০), মহসিনা খন্দকার ( ৪০), মাহায়মিন সিদ্দিকী ( ১৪), সিমা খন্দকার (৩৫)।
 
বুধবার দিবাগত রাত ২টার দিকে ঢাকা-আরিচা মহাসড়কের পুলিশ টাউন এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
 
নিহত ফারুখ হোসেন সিদ্দিকীর ছোট ভাই মামুন সিদ্দিকী বলেন, তারা তিন ভাই একবোন। বোন সবার বড়। ইতালি প্রবাসি। বড়ভাই ফারুখ সিদ্দিকী  ভবনদত্ত সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ছিলেন। বড় ছেলে ফুয়াদ  সিদ্দিকী স্থানীয় ভবনদত্ত গণ উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণির শিক্ষার্থী। হঠাৎ করেই কিছুদিন থেকে সে অসুস্থ। শরীরে রক্ত কমে যায়। তবে থ্যালাসেমিয়া নয়। ঢাকায় ডাক্তার দেখানোর জন্য গত রাত ১১টার দিকে টাঙ্গাইলের গোপালপুর উপজেলা থেকে ছেলে ফুয়াদ সিদ্দিকী ও তার বোনকে নিয়ে অ্যাম্বুলেন্স যোগে রওনা দেন ঢাকার উদ্দেশ্য। ঘাটাইল উপজেলার হামিদপুর থেকে অ্যাম্বুলেন্সে ওঠেন ফারুখ সিদ্দিকী। মামুন সিদ্দিকী জানান রাতে তার কাছে ফোন করে সবাইকে দোয়া করতে বলেন। এরপর আর কোন কথা হয়নি।
 
ফারুখ সিদ্দিকীর  সহকর্মী  রুবেল মিঞা বলেন, প্রধান শিক্ষক খুব নীতিবান ছিলেন। একজন নীতিবান মানুষের মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। আমরা সবাই চলে এসছি। এমন শিক্ষক আর হবেনা। আমাদের সবসময় আগলে রাখতেন। 
 
নিহত ফারুখ সিদ্দিকীর আরেক সহকর্মী তার চাচাতো বোন সোমা সিদ্দিকীকা বলেন, স্যারের ছোট ফাহিম সিদ্দিকী হোস্টেলে থেকে মাদ্রাসায় পড়ে। সে এখনো জানে না তার বাবা মা আর ভাই পৃথিবীতে নেই। 
 
দেওপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রুহুল আমিন আকন্দ হেপলু জানান, ফারুক হোসেন সিদ্দিকী মৃত্যুতে এলাকায় শোকের  ছায়া নেমে এসেছে। তার ভাষ্য এলাকায় ফারুখ সিদ্দিকীর মত ভালো মানুষ আর হবে না।তার মৃত্যুতে কাদছে পুরো এলাকার মানুষ।



 

সম্পাদকীয় :

প্রকাশক ও সম্পাদক : মোঃ গোলাম মাওলা শাওন
মোবাইল : ০১৭১১-০০৬২১৪

অফিস :

প্রধান কার্যালয় : ৩১/১ শরীফ কমপ্লেক্স ৫ম তলা পুরানা পল্টন ঢাকা ১০০০

মোবাইল : ০১৯৯৯-৯৫৩৯৭০

ই-মেইল : [email protected],  [email protected]