১৮ ঘন্টার মধ্যে হত্যা মামলার প্রধান আসামী ও সহযোগী আসামীসহ ০২ জনক গ্রেফতার করেছে র‌্যাব।

আপলোড সময় : ০৯-০১-২০২৫ ০৪:০৭:৫৩ অপরাহ্ন , আপডেট সময় : ০৯-০১-২০২৫ ০৪:০৭:৫৩ অপরাহ্ন



নিজস্ব প্রতিবেদক

১৮ ঘন্টার মধ্যে হত্যা মামলার এজাহারনামীয় প্রধান আসামী ও সহযোগী আসামীসহ ০২ জনক গ্রেফতার করেছে র‌্যাব-১৩। 'বাংলাদেশ আমার অহংকার' এই মূলমন্ত্রকে সামনে রেখে এলিট ফোর্সেস র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন হত্যা, ধর্ষণ, রাহাজানিসহ মারাত্মক সব সামাজিক অপরাধের বিরুদ্ধে নিয়মিত অভিযান পরিচালনা করে আসছে।
 
উল্লেখ্য যে, গত ০৮ জানুয়ারী ২০২৫খ্রিঃ সকাল ০৯.৩০ ঘটিকায় সূত্রে বর্ণিত মামলার ভিকটিম দেলোয়ার হোসেন (৪৭) আশা এনজিও এর অফিসিয়াল কাজের উদ্দেশ্যে দিনাজপুর জেলার ফুলবাড়ি থানাধীন বাড়াইহাট বাজারে যাওয়ার পথে জনৈক অরবিন্দ রায়ের বাড়ির সামনে দিনাজপুর টু ঢাকা গামী মহাসড়কের উপরে হানিফ পরিবহনের একটি বাস দ্রুত ও বেপরোয়া গতিতে এসে ভিকটিমের লাল রংয়ের মোটর সাইকেলকে সজোরে ধাক্কা দেয়।ফলে ভিকটিম রাস্তার উপর পড়ে গুরুতর আঘাতপ্রাপ্ত হয়।তাৎক্ষনিক ভিকটিমকে স্থানীয় লোকজন উদ্ধার করে চিকিৎসার জন্য হাসপাতালে নিয়ে গেলে ভিকটিম মৃত্য বরণ করেন। পরবর্তীতে ভিকটিমের স্ত্রীর বড় ভাই মো: আসাদুজ্জামান ঘটনার প্রেক্ষিতে দিনাজপুর জেলার ফুলবাড়ী থানায় সড়ক পরিবহন আইনে একটি মামলা রুজু করে । 
 
র‌্যাবের চলমান অভিযানের ধারাবাহিকতায় র‌্যাব-১৩, ক্রাইম প্রিভেনশন কোম্পানী-১, দিনাজপুরের একটি চৌকস আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে হত্যা মামলার আত্নগোপনকৃত পলাতক আসামীদ্বয়ের অবস্থান নির্ণয় করতঃ ০৯ জানুয়ারী ২০২৫ তারিখ সকাল ১০.৪৫ ঘটিকার সময় এজাহারনামীয় ১নং আসামী মোঃ আলাউদ্দিন (৪৬), পিতা- মৃত মহিউদ্দিন, সাং- চৌঘরিয়া(কাশিপুর), থানা- কোতয়ালী, দিনাজপুরকে দিনাজপুর জেলার কোতয়ালী থানাধীন কাশিপুর বাজার এলাকা হতে এবং ২নং আসামী মোঃ দেলোয়ার হোসেন (২৩), পিতা- আব্দুল লতিফ ৥ কালু, সাং- নিজামপুর পূর্বপাড়া, থানা- বিরল, উভয় জেলা- দিনাজপুরকে দিনাজপুর জেলার বিরল থানাধীন নিজামপুর এলাকা হতে গ্রেফতার করতে সক্ষম হয়। পরবর্তী কার্যক্রমের জন্য গ্রেফতারকৃত আসামীদ্বয়কে দিনাজপুর জেলার ফুলবাড়ী থানায় হস্তান্তর করা হয়েছে।



 

সম্পাদকীয় :

প্রকাশক ও সম্পাদক : মোঃ গোলাম মাওলা শাওন
মোবাইল : ০১৭১১-০০৬২১৪

অফিস :

প্রধান কার্যালয় : ৩১/১ শরীফ কমপ্লেক্স ৫ম তলা পুরানা পল্টন ঢাকা ১০০০

মোবাইল : ০১৯৯৯-৯৫৩৯৭০

ই-মেইল : [email protected],  [email protected]