চন্দ্রঘোনা থানাধীন টেকের মোড় এলাকা থেকে ১৮০লিটার চোলাইমদ জব্দ

আপলোড সময় : ০৮-০১-২০২৫ ১০:৪৬:১২ অপরাহ্ন , আপডেট সময় : ০৮-০১-২০২৫ ১০:৪৬:১২ অপরাহ্ন





মোঃ আইয়ুব চৌধুরী 

চন্দ্রঘোনা থানা পুলিশ অভিযান চালিয়ে ১৮০ লিটার দেশীয় চোলাই মদ সহ একটি সিএনজি চালিত অটোরিক্সা জব্দ করেছে। এ ব্যাপারে চন্দ্রঘোনা থানায় নিয়মিত মামলা রুজু করা হয়, মামলা নং ১,ধারা ৩৬(১) সারণির ২৪(গ)/৩৮/৪১ মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইন,২০১৮।

বুধবার (৮ জানুয়ারি) ভোরে এ অভিযান পরিচালনা করা হয়।

বিষয়টি নিশ্চিত করে চন্দ্রঘোনা থানার ওসি মুহাম্মদ শাহজাহান কামাল জানান, গোপন সংবাদের ভিত্তিতে থানার এসআই খুরশীক আলম ও সঙ্গীয় ফোর্স চন্দ্রঘোনা থানা এলাকার রাইখালী ইউনিয়ন পরিষদ সংলগ্ন টেকের মোড়স্থ রাইখালী অটোরিক্সা (সিএনজি) মালিক সমিতির কার্যালয়ের সামনে ওইদিন ভোর প্রায় সোয়া ৬টায় অভিযান চালায়।

এসময় উক্ত কার্যালয়ের সামনের পাকা রাস্তার উপর থেকে ১৮০ লিটার দেশীয় তৈরি চোলাইমদ এবং একটি নাম্বার বিহীন সিএনজি চালিত অটোরিক্সা জব্দ করা হয়। পুলিশের উপস্থিতি টের পেয়ে অজ্ঞাতনামা সিএনজি চালক ও অপর সহযোগী পালিয়ে যেতে সক্ষম হয়।

এ ব্যাপারে অজ্ঞাতনামা সিএনজি চালক ও অপর সহযোগীকে আসামি করে চন্দ্রঘোনা থানায় মাদক আইনে একটি নিয়মিত মামলা রুজু করা হয়েছে থানার ওসি জানিয়েছেন।



 

সম্পাদকীয় :

প্রকাশক ও সম্পাদক : মোঃ গোলাম মাওলা শাওন
মোবাইল : ০১৭১১-০০৬২১৪

অফিস :

প্রধান কার্যালয় : ৩১/১ শরীফ কমপ্লেক্স ৫ম তলা পুরানা পল্টন ঢাকা ১০০০

মোবাইল : ০১৯৯৯-৯৫৩৯৭০

ই-মেইল : [email protected],  [email protected]