নিজস্ব প্রতিবেদক
দিনাজপুরে অবৈধ মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেট সহ ০১ জন শীর্ষ মাদক ব্যবসায়ীকে আটক করেছে র্যাব-১৩। 'বাংলাদেশ আমার অহংকার'-এই মূল মন্ত্রকে বুকে ধারণ করে এলিট ফোর্স র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন সর্বগ্রাসী মাদকের বিরুদ্ধে নিয়মিতভাবে সর্বাত্মক অভিযান পরিচালনা করে আসছে।
র্যাবের চলমান এই মাদকবিরোধী অভিযানের ধারাবাহিকতায় র্যাব-১৩, ক্রাইম প্রিভেনশন কোম্পানী-১, দিনাজপুরের একটি চৌকস আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে ০৭ জানুয়ারী ২০২৫ তারিখ সময় রাত্রী আনুমানিক ২২.১০ ঘটিকায় দিনাজপুর জেলার চিরিরবন্দর থানাধীন ৯নং ভিয়াইল ইউপির ৮নং ওয়ার্ডের অর্ন্তগত পূর্বদল্লা দেন্দাপাড়া গ্রামস্থ জনৈক অলেকান্ত মাস্টারের বসত বাড়ির সামনে পাকা রাস্তার উপর অভিযান পরিচালনা করতঃ আসামীর দেহ তল্লাশী করে তার পরিহিত জ্যাকেটের ভিতর বাম পকেটে নীল রংয়ের ০২টি জিপার পলি প্যাকে লুকানো অবস্থায় মোট ৩৯০ পিস অবৈধ মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেট উদ্ধার করে। ঘটনার সহিত জড়িত আসামী ধৃত আসামী গনেশ চন্দ্র রায় (৪৫), পিতা- কুশল চন্দ্র রায়, সাং- দূর্গাডাঙ্গা, থানা- চিরিরবন্দর, জেলা- দিনাজপুরকে ঘটনাস্থল হতে হাতে নাতে গ্রেফতার করা হয়। পরবর্তী কার্যক্রমের জন্য গ্রেফতারকৃত আসামীকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।