মোঃ অপু খান চৌধুরী।।
বর্ডার গার্ড বাংলাদেশ সীমান্ত সুরক্ষার পাশাপাশি আর্তমানবতার সেবায় সার্বক্ষনিক নিয়োজিত রয়েছে। এরই ধারাবাহিকতায় অসহায় শীতার্থ মানুষের সহায়তায় বিজিবি’র উদ্যেগে সুলতানপুর ব্যাটালিয়ন (৬০ বিজিবি) কর্তৃক ব্রাহ্মণবাড়িয়া জেলার কসবা উপজেলার অন্তর্গত গোসাইস্থল বিওপির দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকার বরাইচর সরকারি প্রাথমিক বিদ্যালয় এবং চন্ডিদার বিওপির দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকার শেখ ফজলুল করিম সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠ প্রাঙ্গনে স্থানীয় গরীব দুঃস্থ ও শীতার্থ পরিবারের মাঝে মোট ২০০ (দুইশত) টি শীতবস্ত্র (কম্বল) বিতরণ করা হয়।
এ সময়ে সুলতানপুর ব্যাটালিয়ন (৬০ বিজিবি) এর অধিনায়ক লেঃ কর্নেল এ এম জাবের বিন জব্বার, পিএসসি, সহকারী পরিচালক মোঃ মতিউর রহমান, প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার সাংবাদিক এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।