আগামীর বাংলাদেশে কোন ফ্যাসিস্ট সরকারের ঠাঁই হবে না - মিয়া মিজানুর রহমান

আপলোড সময় : ০৮-০১-২০২৫ ০৯:৪৮:২১ অপরাহ্ন , আপডেট সময় : ০৮-০১-২০২৫ ০৯:৪৮:২১ অপরাহ্ন




মোঃ অপু খান চৌধুরী।। 
এই দেশে আর কেউ ফ্যাসিবাদ কায়েম করতে পারবে না। বুধবার (৮ জানুয়ারি) দুপুরে ব্রাহ্মণপাড়ায় বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দলের সম্মেলনে জাতীয়তাবাদী শ্রমিক দলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক মিয়া মোঃ মিজানুর রহমান প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এ কথা বলেন। তিনি আরো বলেন ছাত্র জনতা ফ্যাসিস্ট সরকারের পতন ঘটিয়েছে। ছাত্র জনতা অভ্যুত্থানের মাধ্যমে ফ্যাসিস্ট সরকারের প্রধানকে দেশ ছাড়তে বাধ্য করেছে। গত ১৫ বছর ধরে আমরা লড়াই করেছি। তার আগে থেকে ফ্যাসিস্ট ব্যবস্থা সাংবিধানিকভাবে কায়েম আছে।

যে সরকারে যায়, আমাদের জনগণের অধিকার কেড়ে নেয়। তিনি আরে বলেন, ফ্যাসিস্ট শেখ হাসিনা বিরুদ্ধে আমরা লড়াই করেছি সংগ্রাম করেছি একসাথে আমরা তিনজন কথা বলার অধিকার পর্যন্ত হারিয়ে ফেলেছি। এদেশের মানুষ বুঝেছে আগামীর বাংলাদেশে কোন ফ্যাসিস্ট সরকারের ঠাঁই হবে না। উক্ত অনুষ্ঠানে ব্রাহ্মণপাড়া উপজেলার বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দলের সভাপতি মোঃ আবু কাউছারের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মোঃ কবির হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক গোলাম মোহাম্মদ বাকী, সাংগঠনিক সম্পাদক মোঃ হুমায়ুন কবিরের সঞ্চালনায় প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন কুমিল্লা দক্ষিণ জেলা জাতীয়তাবাদী শ্রমিক দলের আহবায়ক হাজী মোহাম্মদ তাজুল ইসলাম, বিশেষ বক্তা হিসেবে উপস্থিত ছিলেন কুমিল্লা আদর্শ সদর জাতীয়তাবাদী শ্রমিক দলের সদস্য সচিব শফিউল আলম রায়হান, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় কমিটির উপদেষ্টা মন্ডলী সদস্য হাজী মোহাম্মদ আমির হোসেন, কুমিল্লা দক্ষিণ জেলা জাতীয়তাবাদী শ্রমিক দলের সদস্য সচিব মোঃ জালাল উদ্দিন, কুমিল্লা মহানগর জাতীয়তাবাদী শ্রমিক দলের সভাপতি মোঃ নুরুল ইসলাম, সাধারণ সম্পাদক মোহাম্মদ রফিকুল ইসলাম, কুমিল্লা দক্ষিণ জেলা জাতীয়তাবাদী শ্রমিক দলের যুগ্ম আহ্বায়ক মোঃ আনোয়ার হোসেন, মোঃ জসিম উদ্দিন পাটুয়ারী, কাজী জসিম মান্না, ব্রাহ্মণপাড়া উপজেলা বিএনপি'র সিনিয়র সহ-সভাপতি কাজী শাহ আলম খোকন, সাংগঠনিক সম্পাদক হাজী মোঃ আমির হোসেন, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ নজরুল ইসলাম প্রমূখ। ব্রাহ্মণপাড়া উপজেলা বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দলের নবনির্বাচিত উপজেলা শাখার কমিটি ঘোষণা করেন প্রধান অতিথি। উক্ত কমিটিতে সভাপতি হিসেবে নির্বাচিত হন মোঃ আবু কাউছার, সাধারণ সম্পাদক মোঃ কবির হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক গোলাম মোহাম্মদ বাকী, সাংগঠনিক সম্পাদক মোঃ হুমায়ুন কবির সহ ৭৩ সদস্য বিশিষ্ট কমিটি ঘোষণা করা হয়।



 

সম্পাদকীয় :

প্রকাশক ও সম্পাদক : মোঃ গোলাম মাওলা শাওন
মোবাইল : ০১৭১১-০০৬২১৪

অফিস :

প্রধান কার্যালয় : ৩১/১ শরীফ কমপ্লেক্স ৫ম তলা পুরানা পল্টন ঢাকা ১০০০

মোবাইল : ০১৯৯৯-৯৫৩৯৭০

ই-মেইল : [email protected],  [email protected]