মঠবাড়িয়া (পিরোজপুর) প্রতিনিধি :
আবারও নিষিদ্ধ পলিথিন বিক্রি ও মজুদের দায়ে পিরোজপুরের মঠবাড়িয়ায় হাসান (২৫) ও মহসিন (৪৫) নামে দুই সুতা ও পলিথিন ব্যবসায়ীকে ৩ লাখ টাকার অর্থদন্ড দিয়েছেন ভ্রাম্যমান আদালত। আদালতে দন্ডিত দুইজন দোষ স্বীকার করায় উপজেলা সহকারি কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. রাইসুল ইসলাম আজ মঙ্গলবার বিকেলে এ দন্ডাদেশ দেন। এসময় উপস্থিত ছিলেন র্যাব-৮ এর কোম্পানী কমান্ডার মেজর সোহেল ও পিরোজপুর পরিবেশ অধিদপ্তর সহকারি পরিচালক নিখিল চন্দ্র ঢালী। দন্ডিত হাসান পৌরশহরের মৃত আলম মিয়া এর ছেলে ও মহসিন সদর ইউনিয়নের আমজেদ মিয়ার ছেলে।
আদালত সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে পিরোজপুর পরিবেশ অধিদপ্তর ও র্যাব-৮ মঙ্গলবার (৭ জানুয়ারী) মঠবাড়িয়া পৌর শহরের ৫ নং ও ৬ নং ওয়ার্ডে অবস্থিত ২জন মালিকের পৃথক ২টি গুদাম ঘরে অভিযান চালিয়ে গুদাম ঘর থেকে প্রায় ১১ টন নিষিদ্ধ পলিথিন জব্দ করেন।
মঙ্গলবার বিকেলে নির্বাহী ম্যাজিস্ট্রেট উপজেলা সহকারি কমিশনার (ভূমি) মো. রাইসুল ইসলাম আনুষ্ঠানিক প্রেস ব্রিফিংয়ে বলেন, নিষিদ্ধ পলিথিন বিক্রি ও মজুদের দায়ে হাসান ও মহসিনকে দেড় লাখ টাকা করে মোট ৩ লাখ টাকা জরিমানা করা হয়। তিনি আরও বলেন, এর আগেও ওই দু’ব্যবসায়ীকে নিষিদ্ধ পলিথিন মজুদ রাখার দায়ে সতর্ক মূলক অর্থদন্ড দেয়া হয়েছিল। কিন্তু তার পরেও তারা পুনরায় প্রশাসনের চোখকে ফাঁকি দিয়ে এ নিষিদ্ধ পলিথিন মজুদ করে বিক্রি করে আসছে।
পিরোজপুর পরিবেশ অধিদপ্তর সহকারি পরিচালক নিখিল চন্দ্র ঢালী বলেন, এর পরেও যদি এ ব্যবসায়ীরা অবৈধ পলিথিন মজুদ বা বিক্রির কাজে জড়িত থাকে তাহলে তাদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেয়া হবে।
বরিশাল র্যাব-৮ এর কোম্পানী কমান্ডার মেজর সোহেল বলেন, গোপন সংবাদের ভিত্তিতে দিনভর অভিযান পরিচালনা করে প্রায় ১১ টন নিষিদ্ধ পলিথিন জব্দ করা হয়েছে। যার আনুমানিক বাজার মূল্য সম্ভাব্য ২০ লাখ টাকা।