নাইক্ষ্যংছড়িতে ১১ বিজিবি কর্তৃক দুঃস্থ শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ

আপলোড সময় : ০৮-০১-২০২৫ ১২:৫৭:২৮ পূর্বাহ্ন , আপডেট সময় : ০৮-০১-২০২৫ ১২:৫৭:২৮ পূর্বাহ্ন


 
হেলাল উদ্দীন (মিঞাজী), নাইক্ষ্যংছড়ি (বান্দরবান) প্রতিনিধি:
পার্বত‍্য বান্দরবানের নাইক্ষ্যংছড়ি ব্যাটালিয়ন (১১ বিজিবি) কর্তৃক অসহায় দুঃস্থ শীতার্ত মানুষের মাঝে শীতের কম্বল বিতরন করা হয়েছে। মঙ্গলবার (৭ জানুয়ারি) সকাল ১০টার সময় এক সংক্ষিপ্ত অনুষ্ঠানের মধ্যদিয়ে ব্যাটালিয়ন সদরের আওতাধীন এলাকায় অসহায় দুঃস্থ ও গরীব শীতার্ত জনসাধারণের মাঝে শীতবস্ত্র (কম্বল) বিতরণ করা হয়েছে।
 
উক্ত অনুষ্ঠানে সেক্টর কমান্ডার, রামু সেক্টর, প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। এছাড়াও অধিনায়ক, অন্যান্য অফিসারবৃন্দ এবং বিজিবি সদস্যগণ উপস্থিত ছিলেন। অত্র অঞ্চলের শান্তি, সম্প্রীতি ও উন্নয়নের লক্ষ্যে নাইক্ষ্যংছড়ি ব্যাটালিয়ন (১১ বিজিবি) কর্তৃক মানবিক ও কল্যাণমূলক কার্যক্রম অব্যাহত থাকবে বলে সেক্টর কমান্ডার জানান। 

নাইক্ষ‍্যংছড়ি ১১ বর্ডার গার্ড ব্যাটালিয়ন (১১ বিজিবি)'র অধিনায়ক লেফটেন্যান্ট কর্ণেল একেএম কফিল উদ্দিন বলেন, মাদক ও চোরাচালানসহ যে কোন অপরাধ দমনে বিজিবি সব সময় সজাগ রয়েছে। সীমান্তে কড়া নিরাপত্তা জোরদার করা হয়েছে। নাইক্ষ‍্যংছড়ি ১১ বিজিবির নিয়ন্ত্রিত সীমান্ত এলাকায় অবৈধ অনুপ্রবেশ এবং চোরাচালান প্রতিরোধে কঠোর রয়েছে বিজিবি।


 

সম্পাদকীয় :

প্রকাশক ও সম্পাদক : মোঃ গোলাম মাওলা শাওন
মোবাইল : ০১৭১১-০০৬২১৪

অফিস :

প্রধান কার্যালয় : ৩১/১ শরীফ কমপ্লেক্স ৫ম তলা পুরানা পল্টন ঢাকা ১০০০

মোবাইল : ০১৯৯৯-৯৫৩৯৭০

ই-মেইল : [email protected],  [email protected]