কাউখালীতে ই.এইচ খান প্যারামেডিকেল এন্ড নার্সির্ং ইনষ্টিটিউটে নবীন বরণ অনুষ্ঠিত

আপলোড সময় : ০৭-০১-২০২৫ ০৪:৩৮:৩৪ অপরাহ্ন , আপডেট সময় : ০৭-০১-২০২৫ ০৪:৩৮:৩৪ অপরাহ্ন

 
কাউখালী (পিরোজপুর) প্রতিনিধি।
 
পিরোজপুরের কাউখালী উপজেলার সয়না রঘুনাথপুর ইউনিয়নের পূর্ব বেতকা গ্রামে অবস্থিত এনায়েত হোসেন খান প্যারামেডিকেল এন্ড নার্সিং ইনষ্টিটিউটের ১ম বর্ষের শিক্ষার্থীদের নবীন বরণ অনুষ্ঠান মঙ্গলবার (০৭ জানুয়ারী) বেলা ১১.৩০ টায় ই.এইচ.খান প্যারামেডিকেল এন্ড নার্সিং ইনষ্টিটিউট এর হলরুমে অনুষ্ঠিত হয়। মাওলানা সামছুল হকের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন, প্রতিষ্ঠাতা চেয়ারম্যান আমেরিকা প্রবাসী এনায়েত হোসেন খান।

বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন, কাউখালী উপজেলা বিএনপির আহবায়ক ও সাবেক উপজেলা চেয়ারম্যান এস,এম আহসান কবীর, সদস্য সচিব ও যুবদল কেন্দ্রীয় কমিটির সাবেক পল্লী উন্নয়ণ বিষয়ক সম্পাদক এইচ.এম দ্বীন মোহাম্মদ, উপজেলা স্বাস্থ্য পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার সুজন সাহা, কাউখালী থানার অফিসার ইনচার্জ ওসি মোঃ সোলায়মান।

অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, প্রতিষ্ঠানের ভারপ্রাপ্ত সভাপতি মোঃ মোস্তাফিজুর রহমান, অধ্যক্ষ সাবরিনা সুলতানা সেতু, ৩নং কাউখালী সদর ইউনিয়নের চেয়ারম্যান মোঃ মোস্তাফিজুর রহমান, ১ নং সয়না রঘুনাথপুর ইউনিয়নের চেয়ারম্যান আবু সাঈদ, আর.এস.ডি.এম মাদ্রাসার সুপার মাওলানা দেলোয়ার হোসেন, শিক্ষানুরাগী আব্দুল লতিফ খসরু, হাফেজ মাওলানা সোলায়মান প্রমূখ। অনুষ্ঠানের সঞ্চালনের দায়িত্ব পালন করেন প্রতিষ্ঠানের সহ-সভাপতি মোঃ আল মামুন খান।

প্রতিষ্ঠাতা চেয়ারম্যান এনায়েত হোসেন খান তার বক্তব্যে বলেন, আমি এলাকার স্বার্থে. দেশের স্বার্থে এ প্রতিষ্ঠানটি স্থাপন করেছি যাতে করে এলাকার ছেলে মেয়েরা নার্সিং ও কারিগরি শিক্ষায় শিক্ষিত হয়ে দেশে ও বিদেশে চাকুরীতে সুযোগ পাবে এবং নিজেরা স্বাবলম্বী হতে পারবে যা জেনারেল শিক্ষায় হয়না। এলাকার স্বার্থে সকলের সহযোগিতা নিয়ে প্রতিষ্ঠানের জন্য যা কিছু দরকার তা আমি আমার ব্যক্তিগত তহবিল থেকে প্রদান করবো এবং করে আসছি।

বিশেষ অতিথি এস,এম আহসান কবীর ও এইচ.এম দ্বীন মোহাম্মদ বলেন, বর্তমানে কারিগরি শিক্ষার গুরুত্ব বেশী আপনাদের সন্তুানদের এ প্রতিষ্ঠানে ভর্তি করাবেন এবং মাঝে মাঝে সন্তানদের খোজ খবর নিবেন। এ প্রতিষ্ঠানের উন্নয়নের জন্য সকল প্রকার সহযোগিতা করবো।





 

সম্পাদকীয় :

প্রকাশক ও সম্পাদক : মোঃ গোলাম মাওলা শাওন
মোবাইল : ০১৭১১-০০৬২১৪

অফিস :

প্রধান কার্যালয় : ৩১/১ শরীফ কমপ্লেক্স ৫ম তলা পুরানা পল্টন ঢাকা ১০০০

মোবাইল : ০১৯৯৯-৯৫৩৯৭০

ই-মেইল : [email protected],  [email protected]