নিজস্ব প্রতিবেদক
রংপুরের গঙ্গাচড়া থানা এলাকা হতে ১৬৭ বোতল ফেন্সিডিল এবং একটি মোটরসাইকেল জব্দসহ ০১ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র্যাব-১৩।
'বাংলাদেশ আমার অহংকার' এই মূল মন্ত্রকে বুকে ধারণ করে এলিট ফোর্স র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন সর্বগ্রাসী মাদকের বিরুদ্ধে নিয়মিতভাবে সর্বাত্মক অভিযান পরিচালনা করে আসছে।
র্যাবের চলমান এই মাদকবিরোধী অভিযানের ধারাবাহিকতায় অদ্য ০৫/০১/২০২৫ তারিখ আনুমানিক রাত ২১.১০ ঘটিকার সময় র্যাব-১৩, রংপুর এর একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে রংপুর জেলার গঙ্গাচড়া থানাধীন মহিপুর ব্রীজ এর দক্ষিণ পার্শ্ব সংলগ্ন রনি ভ্যারাইটিজ স্টোর এর সামনে পাঁকা রাস্তার উপর অভিযান পরিচালনা করে একটি মোটরসাইকেল তল্লাশি করে ১৬৭ বোতল ফেন্সিডিল এবং ০১টি মোটরসাইকেল জব্দসহ মাদক ব্যবসায়ী মোঃ রুবেল মিয়া (৩৮), পিতা-আবু তাহের, সাং-মধ্যবাসুদেবপুর মাঠপাড়া ওয়ার্ড নং-৪, থানা-হাকিমপুর, জেলা-দিনাজপুর’কে গ্রেফতার করে। পরবর্তী কার্যক্রমের জন্য গ্রেফতারকৃত আসামীকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।