রায়গঞ্জে ভিক্ষুক পাগলীর কুলখানি ও দোয়া মাহফিলে জনতার ঢল

আপলোড সময় : ০৭-০১-২০২৫ ১২:২৭:১২ পূর্বাহ্ন , আপডেট সময় : ০৭-০১-২০২৫ ১২:২৭:১২ পূর্বাহ্ন


 
 
মোঃ আখতার হোসেন হিরন, 
স্টাফ রিপোর্টার :
 
সিরাজগঞ্জের রায়গঞ্জে যুব সমাজের উদ্যোগে ওরেছা নামের এক ভিক্ষুক পাগলীর কুলখানি ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। রোববার ভোর সাড়ে ৬টায় দোয়া মাহফিল করা হয়। এ উপলক্ষে উপজেলার চান্দাইকোনা ইউনিয়নের পশ্চিম লক্ষিকোলা ও ডুমরাই বাজার যুব সমাজ কল্যাণ সমবায় সমিতির সদস্যদের আয়োজনে এই কুলখানি ও দোয়ার অনুষ্ঠান করা হয়। এতে বিশাল সামিয়ানা টাঙিয়ে মানুষের বসার ব্যবস্থা করা হয়। এরপর পাগলীর রুহেুর মাগফিরাত কামনা করে বিশেষ মোনাজাত করা হয়। 
 
এতে সাধারণ মানুষ উপস্থিতি ছিলো চোখে পড়ার মত। আয়োজকরা জানান, মৃত লতিফুল নেছার একমাত্র মেয়ে ওরেছা পাগলী। তার বয়স হয়ে ছিলো ৮০। জন্মের পর মায়ের  সাথে থাকলেও ছোট বেলায় মা মারা যাওয়ার পর অন্যের বাড়িতে ভিক্ষা করেই চলেছে তার জীবন জীবিকা। এলাকার কারো কাছে মামা পাগলী, কারো কাছে ওরেছা ও বগা পাগলী নামে পরিচিত ছিলেন তিনি।
 
স্থানীয় ডুমরাই বাজার যুব সমাজ কল্যাণ সমবায় সমিতির সবুজ তালুকদার, অনিক মির্জা, শরিফুল ইসলামসহ অনেকেই জানান, এই ভিক্ষুক পাগলী কখনোই কারো উপকার ছাড়া ক্ষতি করে নাই। এ পৃথিবিতে তার কেউ নাই। তাই আমরা যুব সমাজের উদ্যোগে এই কুলখানি ও দোয়ার আয়োজন করেছি এবং গ্রাম থেকে চাল ও নগদ অর্থ তুলে প্রায় ১৫'শ মানুষের মেহমানদারির আয়োজন করা হয়েছে। 
 
কুলখানি ও দোয়া মাহফিলে আসা, ডুমরাই গ্রামের আকমুল হোসেন, পূর্বপাইকড়া গ্রামের সুজন ইসলাম, মজনু শেখ, বাঐখোলা গ্রামের আব্দুর রহিম, লক্ষী বিষ্ণপ্রসাদ গ্রামের আকুল হোসেনসহ অনেকেই জানান, ঝর বৃষ্টি নেই। যেখানেই ওরেছা পাগলী আমাদের দেখেছে সেখানেই তিনি সব সময় আমাদের বিপদ হবে বলে বাড়িতে যেতে বলেছে। এখন সে আর এই দুনিয়াতে নাই। আজ আমরা সবাই তার কুলখানিতে এসে তার জন্য মন থেকে দোয়া করলাম। মহান আল্লাহ তায়ালা যেনো আমাদের ওরেছা পাগলীকে জান্নাত বাসী হিসাবে কবুল করেন। এলাকার যুব সমাজের এই অসাধারণ উদ্যোগকে সাধুবাদ জানিয়েছে সাধারণ মানুষেরা।



 

সম্পাদকীয় :

প্রকাশক ও সম্পাদক : মোঃ গোলাম মাওলা শাওন
মোবাইল : ০১৭১১-০০৬২১৪

অফিস :

প্রধান কার্যালয় : ৩১/১ শরীফ কমপ্লেক্স ৫ম তলা পুরানা পল্টন ঢাকা ১০০০

মোবাইল : ০১৯৯৯-৯৫৩৯৭০

ই-মেইল : [email protected],  [email protected]