মোঃ আবদুল্লাহ বুড়িচং।।
পল্লী উন্নয়ন সমবায় মন্ত্রণালয় সচিব হয়েছেন কুমিল্লার কৃতি সন্তান মোঃ নজরুল ইসলাম। ৬ জানুয়ারি সোমবার রাষ্ট্রপতির আদেশক্রমে উপসচিব জামিলা শবনম স্বাক্ষরিত প্রজ্ঞাপন জারি করা হয়।
মোঃ নজরুল ইসলামকে সিনিয়র সহকারী সচিব থেকে পদবঞ্চিত করে আওয়ামী ফ্যাসিবাদ সরকার দীর্ঘদিন নারায়ণগঞ্জ তারাবো পৌরসভা ওএসডি করে রেখেছিলেন। গত ৫ আগষ্ট আওয়ামী ফ্যাসিবাদের পতনের পর মোঃ নজরুল ইসলাম প্রথমে উপসচিব। তারপর যুগ্ম সচিব থেকে ধাপে ধাপে অতিরিক্ত সচিব থেকে গতকাল পল্লী উন্নয়ন সমবায় মন্ত্রণালয়ের সচিব পদে পদোন্নতি পেয়েছেন।
মোঃ নজরুল ইসলাম কুমিল্লা বুড়িচং উপজেলা হরিপুর গ্রামের কৃতি সন্তান। উনার পদোন্নতির খবরে বুড়িচং উপজেলার সর্বস্তরের মানুষের মধ্যে উৎসবের আমেজ বিরাজ করছে।