মাসুদ রানা রাব্বানী, রাজশাহী: রাজশাহীর চারঘাটে ৪৮ বোতল ভারতীয় ফেনসিডিলসহ মোঃ মাসুদ রানা (২৮), নামের এক মাদক কারবারীকে গ্রেফতার করেছে রাজশাহী জেলার গোয়েন্দা পুলিশ (ডিবি)। তবে ডিবি পুলিশের উপস্থিতি টের পেয়ে পালিয়েছে চারঘাটের মাদক কারবারী মাদক কারবারি মোঃ সামাদ ও মোঃ রান্টু আলী।
রবিবার (৫জানুয়ারি) রাত সাড়ে ৯টায় চারঘাট থানাধীন পিরোজপুর গ্রাম থেকে তাকে গ্রেফতার জেলা ডিবি’র এসআই মোঃ দাউদ উজ জামান আকাশ ও সঙ্গীয় ফোর্স। গ্রেফতার মাদক কারবারী মোঃ মাসুদ রানা (২৮), সে জেলার চারঘাট থানাধীন পিরোজপুর গ্রামের মোঃ মান্নাফ আলীর ছেলে।
সোমবার বিকালে এ তথ্য নিশ্চিত করেছেন জেলা পুলিশের মুখপাত্র অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি), মোঃ রফিকুল আলম। তিনি জানান, গ্রেফতার ও পলাতক অভিযুক্তদের বিরুদ্ধে রাজশাহীর চারঘাট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে, একটি মামলা রুজু। সোমবার সকালে গ্রেফতার আসামীকে বিজ্ঞ আদালতের মাধ্যমেজেল হাজতে প্রেরণ করা হয়েছে। এছাড়াও পলাতক আসামীদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।