ভূঞাপুরে ছাত্রলীগ কর্মী গ্রেফতার

আপলোড সময় : ০৬-০১-২০২৫ ১১:৪৯:০৫ অপরাহ্ন , আপডেট সময় : ০৬-০১-২০২৫ ১১:৪৯:০৫ অপরাহ্ন




মোঃ শহিদুল ইসয়াম, টাঙ্গাইল প্রতিনিধি: টাঙ্গাইলের ভূঞাপুরে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের ৭৭তম প্রতিষ্ঠাবার্ষিকীতে কেক কেটে উদযাপন করায় হাসান আলী (৩৬) নামে এক ছাত্রলীগ কর্মীকে গ্রেফতার করেছে পুলিশ।

আজ সোমবার (৬ জানুয়ারি) সকালে তাকে টাঙ্গাইল সদর থানায় সোপর্দ করেছে ভূঞাপুর থানা পুলিশ। এর পূর্বে রবিবার রাতে হাসান আলীকে পৌর শহরের ছাব্বিশা এলাকা থেকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত হাসান আলী উপজেলা পৌর শহরের ছাব্বিশা গ্রামের হামেদ আলী খানের ছেলে। 

জানা গেছে, গত শনিবার নিষিদ্ধ ছাত্রলীগের ৭৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সে দিন রাতে ইবরাহীম খাঁ সরকারি কলেজ ছাত্রলীগের বেশ কয়েকজন প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করে এবং সেই ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে পোস্ট করলে যা মুহূর্তের মধ্যে ভাইরাল হয়। পরে এ নিয়ে ব্যাপক সমালোচনার সৃষ্টি হয়। 

এ বিষয়ে ভূঞাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) একেএম রেজাউল করিম জানান, নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের নেতাকর্মীরা কেক কেটে প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপনের খবরে অভিযান চালিয়ে কাউকে খুঁজে পাওয়া যায়নি।

তিনি আরো জানান, ছাত্রলীগের সমর্থক হাসানের নামে নাশকতার মামলা থাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে টাঙ্গাইল সদর থানায় সোপর্দ করা হয়েছে।




 

সম্পাদকীয় :

প্রকাশক ও সম্পাদক : মোঃ গোলাম মাওলা শাওন
মোবাইল : ০১৭১১-০০৬২১৪

অফিস :

প্রধান কার্যালয় : ৩১/১ শরীফ কমপ্লেক্স ৫ম তলা পুরানা পল্টন ঢাকা ১০০০

মোবাইল : ০১৯৯৯-৯৫৩৯৭০

ই-মেইল : [email protected],  [email protected]