পিরোজপুরে দুর্নীতির শীর্ষে মঠবাড়িয়া এলজিইডি

আপলোড সময় : ০৬-০১-২০২৫ ১১:৩৭:৪৩ অপরাহ্ন , আপডেট সময় : ০৬-০১-২০২৫ ১১:৩৭:৪৩ অপরাহ্ন



বিশেষ প্রতিনিধি:

পিরোজপুর জেলার ৭ উপজেলার মধ্যে দুর্নীতির শীর্ষে মঠবাড়িয়া উপজেলা এলজিইডি।এখানে ৫ বছর চাকরি করলেই আর পেছনে তাকাতে হয় না উপজেলা প্রকৌশলীদের।অনিয়ম ও দুর্নীতির মাধ্যমে পেনশনের কয়েকগুণ টাকা আত্মসাৎ করার সুযোগ থাকায় চাকরি হারানোর ভয় থাকে না কর্মকর্তাদের।

আয়রন ব্রীজের সিজার লিস্ট করে পুরনো লোহার ভীম সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদে জমা দেওয়ার নিয়ম রয়েছে। কিন্তু মঠবাড়িয়ার অধিকাংশ আয়রন ব্রীজ (পূর্ণ-নির্মান) এর উন্নয়ন কাজে নতুন ভীম ব্যবহার না করে পুরনোগুলোতে রং মেখে পুনরায় ব্যবহার করা হয়েছে। এতে টেকসই উন্নয়ন ব্যহত হলেও দুর্নীতিবাজ কর্মকর্তারা কোন তদারকিই করেনি। ঠিকাদারদের নিয়ে সরকারী টাকা লুটপাট করে নামে বেনামে জমি কিনেছেন তারা। মঠবাড়িয়ার বর্তমান উপজেলা প্রকৌশলী জিয়ারুল ইসলাম ৯৭ লাখ টাকার জমি কিনেছেন বলে জানা গেছে। 

জানা গেছে, জিয়ারুল ইসলাম মঠবাড়িয়ায় যোগদান করার পরেই উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আজিজুল হক সেলিম মাতুব্বরের সাথে সখ্যতা গড়ে তোলেন। সেলিম মাতুব্বর কখনো মেসার্স সেলিম এন্টারপ্রাইজের নামে কখনো ঐশী কনস্ট্রাকশনের নামে আবার কখনো ঠিকাদারি কাজ কিনে নিয়ে কাজ ফেলে রেখে বিল তুলে নিয়েছেন। কোন কোন কাজ ৩০% করেও ৬০% বিল তুলে নিয়েছেন তিনি। আর এ দুর্নীতির কাজে সহযোগিতা করেছেন উপজেলা প্রকৌশলী জিয়ারুল ইসলাম। গার্ডার ব্রীজে ১০০ ফুট পাইলের জায়গায় ৩০ ফুট পাইল বসালেও রহস্যজনক কারনে নিরব এলজিইডি অফিস। পাইলের বেইজ ৩.৫০ ফুট এর জায়গায় ২.৫০ ফুট বসালেও না দেখার ভান করে জেগে ঘুমায় এলজিইডি অফিস। এলাকার মানুষ যাতে দেখতে না পায় সেজন্য গভীর রাত থেকে ফজরের আযান পর্যন্ত পাইল বসানো হয়েছে। 

পিরোজপুর দুর্নীতি দমন কমিশন (দুদক) অফিস থেকে জানা গেছে, মঠবাড়িয়া এলজিইডির গুরুত্বপূর্ণ অনিয়ম নিয়ে দুদকের হাতে পর্যাপ্ত তথ্য রয়েছে । পর্যায়ক্রমে এগুলো খতিয়ে দেখা হবে। এজন্য গণমাধ্যম কর্মীদের সহযোগিতা প্রয়োজন বলে মনে করেছে সরকারের গুরুত্বপূর্ণ এ সংস্থাটির একাধিক কর্মকর্তা।


 

সম্পাদকীয় :

প্রকাশক ও সম্পাদক : মোঃ গোলাম মাওলা শাওন
মোবাইল : ০১৭১১-০০৬২১৪

অফিস :

প্রধান কার্যালয় : ৩১/১ শরীফ কমপ্লেক্স ৫ম তলা পুরানা পল্টন ঢাকা ১০০০

মোবাইল : ০১৯৯৯-৯৫৩৯৭০

ই-মেইল : [email protected],  [email protected]