কচুয়ায় এলাকাবাসীর হামলায় ১ জন নিহত

আপলোড সময় : ০৬-০১-২০২৫ ১১:৩১:০৭ অপরাহ্ন , আপডেট সময় : ০৬-০১-২০২৫ ১১:৩১:০৭ অপরাহ্ন


উজ্জ্বল কুমার দাস কচুয়া (বাগেরহাট) প্রতিনিধি।। 
বাগেরহাটের কচুয়ায় এলাকাবাসীর হামলায় রাসেল শেখ (৩৫) নামে একজন নিহত হয়েছে। 

এ বিষয়ে জানা যায়, ৬ জানুয়ারী আনুমানিক ৩ ঘটিকায় বাগেরহাট জেলার কচুয়া উপজেলাধীন রাড়ীপাড়া ইউনিয়নে নিহত যুবক রাসেলের বাড়ির সামনে এ ঘটনা ঘটে। নিহত রাসেল শেখ চন্দ্রপাড়া গ্রামের মৃত আজিজ শেখের ছেলে। এ সময় তার সাথে থাকা চন্দ্রপাড়া গ্রামের সেলিম শেখের ছেলে রাজিব শেখ (৩২) নামে একজন আহত হয়েছে। 

প্রত্যক্ষ সূত্রে জানা যায়, চন্দ্রপাড়া গ্রামের পাইকপাড়া রাস্তার উপর এক মেয়েকে উত্যক্ত করলে তার চিৎকারে এলাকাবাসী এসে ধাওয়া করে রাসেল শেখকে ধরে মেরে গুরুত্বর আহত করে এ সময় রাজীব পালিয়ে যায়। পরবর্তীতে কচুয়া থানা পুলিশের সহায়তায় রাসেল ও রাজীবকে উদ্ধার করে কচুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত ডাক্তার রাসেল শেখকে মৃত ঘোষণা করে।

আহত রাজিব শেখ বলেন, এলাকার বেশ কয়েকজন চিহ্নিত ব্যক্তি পূর্ব বরিকল্পিতভাবে তাদের উপর হামলা চালায়। আমাকেও হামলাকারীরা আক্রমণ করে আমি দৌড়ে বেঁচে গেছি। তবে আহত ব্যাক্তি হামলার সাথে জড়িত স্থানীয় বেশ কয়েকজনের নাম উল্লেখ করেছেন। যদিও নিহতদের নিকট আত্মীয়রা সাংবাদিকদের কাছে কোন বিষয়ে মুখ খুলতে রাজি হননি।

কচুয়া থানার অফিসার ইনচার্জ ওসি মোহাম্মদ রাশেদুল আলম বলেন, আমরা মারামারির খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে দুজনকে উদ্ধার করি পরে হাসপাতলে আসনে একজনের মৃত্যু হয়। তবে তাদের বিরুদ্ধে বিভিন্ন ধরনের সন্ত্রাসী কর্মকান্ডের অভিযোগ রয়েছে। 

এ ঘটনায় এলাকাবাসীর মধ্যে ৭ থেকে ৮ জন আহত হওয়ার খবর পাওয়া গেছে তবে তাদের সাথে এখনো যোগাযোগ করা সম্ভব হয়নি। নিহতের লাশ আগামীকাল ময়নাতদন্ত শেষে তার পরিবারের কাছে হস্তান্তর করা হবে। অনাকাঙ্ক্ষিত ঘটনা এড়াতে ঘটনাস্থলে কচুয়া থানা পুলিশ অবস্থান করছে।


 

সম্পাদকীয় :

প্রকাশক ও সম্পাদক : মোঃ গোলাম মাওলা শাওন
মোবাইল : ০১৭১১-০০৬২১৪

অফিস :

প্রধান কার্যালয় : ৩১/১ শরীফ কমপ্লেক্স ৫ম তলা পুরানা পল্টন ঢাকা ১০০০

মোবাইল : ০১৯৯৯-৯৫৩৯৭০

ই-মেইল : [email protected],  [email protected]