০১ জন অবৈধ অস্ত্রধারীকে বিদেশি পিস্তলসহ গ্রেফতার করেছে র‌্যাব।

আপলোড সময় : ০৬-০১-২০২৫ ১১:০৯:৪৭ অপরাহ্ন , আপডেট সময় : ০৬-০১-২০২৫ ১১:০৯:৪৭ অপরাহ্ন


নিজস্ব প্রতিবেদক

রাজধানীর যাত্রাবাড়ী থানাধীন সায়দাবাদ বাস টার্মিনাল এলাকা হতে ০১ জন অবৈধ অস্ত্রধারীকে বিদেশি পিস্তলসহ গ্রেফতার করেছে র‌্যাব-১০।

গতকাল ০৫ জানুয়ারি ২০২৫ তারিখ আনুমানিক ২০:০৫ ঘটিকায় র‌্যাব-১০, লালবাগ ক্যাম্পের একটি আভিযানিক দল রাজধানীর যাত্রবাড়ী থানাধীন সায়দাবাদ বাস টার্মিনাল এলাকায় একটি অভিযান পরিচালনা করে অস্ত্রসহ ০১ জনকে গ্রেফতার করে। এসময় গ্রেফতারকৃত আসামীর ডান হাতে থাকা একটি শপিং ব্যাগের ভিতরে প্যাচানো অবস্থায় রক্ষিত একটি বিদেশী পিস্তল উদ্ধার করা হয়। পিস্তলের সাথে সংযুক্ত ম্যাগাজিন ০১টি, তাজা এ্যামুনেশন ০১ রাউন্ড, ০৪ ইঞ্চি লম্বা ০১ টি সুইচ গিয়ার উদ্ধার করা হয়। গ্রেফতারকৃত আসামীর নাম রেজাউল করিম রাজু (৩৩), পিতা-শাহাবুদ্দিন, সাং- ধলপুর লিচু বাগান, থানা- যাত্রাবাড়ী, জেলা- ঢাকা বলে জানা যায়।

গোপন সংবাদের ভিত্তিতে জানা যায় যে, ঢাকা জেলার যাত্রাবাড়ী থানাধীন সায়দাবাদ এলাকায় রেজাউল করিম রাজু ব্যবসার আড়ালে লাইসেন্স ব্যতীত অবৈধ অস্ত্রের কেনাবেচা করে আসছে। এছাড়াও উক্ত এলাকায় বিভিন্ন সময়ে সে অবৈধ অস্ত্র প্রদর্শন করে এলাকার লোকজনকে ভয়ভীতি প্রদর্শন ও সন্ত্রাসী কর্মকান্ড পরিচালনা করে আসছে। এরূপ তথ্যের ভিত্তিতে র‌্যাব-১০ এর একটি আভিযানিক দল উক্ত লাইসেন্স ব্যতীত অবৈধ অস্ত্রধারীকে গ্রেফতারের লক্ষ্যে রাজধানীর যাত্রাবাড়ী থানাধীন সায়দাবাদ বাস টার্মিনালে মেয়র হানিফ ফ্লাইওভারের নিচে পৌঁছালে র‌্যাবের উপস্থিতি টের পেয়ে একজন লোক দৌড়ে পালানোর চেষ্টাকালে র‌্যাবের আভিযানিক উপরোক্ত আসামী রেজাউল করিম রাজু’কে আটক করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায় যে, গ্রেফতারকৃত আসামী একজন পেশাদার অস্ত্রধারী সন্ত্রাসী এবং একই সাথে অস্ত্র ব্যবসায়ী। সে দীর্ঘদিন যাবৎ রাজধানীর যাত্রাবাড়ী থানাধীন সায়দাবাদ এলাকাসহ ঢাকা মহানগরের অন্যান্য এলাকায় সুবিধামত স্থানে বিভিন্ন লোকজনকে অস্ত্রের ভয় দেখিয়ে ত্রাস সৃষ্টি করে সন্ত্রাসী কর্মকান্ড পরিচালানা এবং একই সাথে লাইসেন্স ব্যতীত অবৈধ অস্ত্রের কেনাবেচা করে আসছিল বলে জানা যায়। গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে রাজধানীর যাত্রাবাড়ী থানায় অস্ত্র মামলা রুজু করা হয়েছে।



 

সম্পাদকীয় :

প্রকাশক ও সম্পাদক : মোঃ গোলাম মাওলা শাওন
মোবাইল : ০১৭১১-০০৬২১৪

অফিস :

প্রধান কার্যালয় : ৩১/১ শরীফ কমপ্লেক্স ৫ম তলা পুরানা পল্টন ঢাকা ১০০০

মোবাইল : ০১৯৯৯-৯৫৩৯৭০

ই-মেইল : [email protected],  [email protected]