ইউএনও’র উপহার হিসেবে কম্বল পেয়ে খুশি গৌরীপুরের আশ্রয়ণের বাসিন্দারা

আপলোড সময় : ০৬-০১-২০২৫ ১১:০১:৩৮ অপরাহ্ন , আপডেট সময় : ০৬-০১-২০২৫ ১১:০১:৩৮ অপরাহ্ন





ওবায়দুর রহমান, গৌরীপুর (ময়মনসিংহ) প্রতিনিধি:
পৌষের কনকনে শীতের রাতে ময়মনসিংহের গৌরীপুরের উপজেলা নির্বাহী কর্মকর্তা এম সাজ্জাদুল হাসান আশ্রয়ণের বাসিন্দাদের জন্য শীতবস্ত্র কম্বল নিয়ে হাজির হন।

সোমবার গভীর রাতে উপজেলার গৌরীপুর ইউনিয়নের শালীহর গ্রামের আশ্রয়ণ প্রকল্পের ১২০টি পরিবারের মাঝে নতুন কম্বল বিতরণ করেন উপজেলা নির্বাহী অফিসার। আশ্রয়ণবাসীরা এসব নতুন কম্বল পেয়ে হয়েছেন খুশি।

আশ্রয়ণ প্রকল্পের বাসিন্দা আবুল হাশিম বলেন, আমি গরিব মানুষ। ভিক্ষা করে জীবিকা নির্বাহ করি। শীতে গরম কাপড় না থাকায় খুব কষ্ট হচ্ছিল। আজকে রাতের বেলায় ইউএনও স্যার আমার ঘরে এসে নতুন কম্বল উপহার দিয়েছেন আমি খুব খুশি।

আশ্রয়ণ প্রকল্পের আরেক বাসিন্দা শামছুন্নাহার বেগম বলেন, হঠাৎ ইউএনও স্যার রাতের বেলায় আমাদের এখানে এসে সার্বিক খোঁজ-খবর নিয়েছেন। পরে প্রত্যেক ঘরে ঘরে গিয়ে নতুন কম্বল উপহার দিয়েছেন। আমরা কম্বল পেয়ে সবাই খুশি ও আনন্দিত।

শালীহর আশ্রয়ণ প্রকল্পের সভাপতি জমশেদ আলী বলেন, আশ্রয়ণের বাসিন্দারা অত্যন্ত দরিদ্র ও অসহায়। তাদের শীত নিবারণের জন্য গরম কাপড় কেনার সামর্থ্য নেই। তীব্র শীতে ইউএনও স্যার হঠাৎ এসে আমাদের মতো দরিদ্র মানুষদের মাঝে শীতবস্ত্র হিসেবে কম্বল উপহার দিয়েছেন। এতে আমরা অত্যন্ত আনন্দিত ও কৃতজ্ঞ।

উপজেলা নির্বাহী অফিসার এম সাজ্জাদুল হাসান বলেন, কয়েক দিন ধরে এই অঞ্চলে বেশ শীত পড়েছে। এই শীতে অনেক ছিন্নমূল ও শীতার্ত মানুষের শীতবস্ত্র কেনার সামর্থ নেই। প্রকৃত শীতার্ত ও দরিদ্র মানুষের মাঝে শীতের নতুন কম্বল বিতরণ করতে আমি নিজেই রাতের বেলা আশ্রয়ণ প্রকল্পের ঘরে ঘরে গিয়ে কম্বল উপহার দিয়েছি। অপ্রত্যাশিতভাবে কম্বল উপহার পাওয়ার পর শীতার্ত মানুষেরা যে খুশি হয়েছে এটাই আমাদের চরম প্রাপ্তি।



 

সম্পাদকীয় :

প্রকাশক ও সম্পাদক : মোঃ গোলাম মাওলা শাওন
মোবাইল : ০১৭১১-০০৬২১৪

অফিস :

প্রধান কার্যালয় : ৩১/১ শরীফ কমপ্লেক্স ৫ম তলা পুরানা পল্টন ঢাকা ১০০০

মোবাইল : ০১৯৯৯-৯৫৩৯৭০

ই-মেইল : [email protected],  [email protected]