নাইক্ষ্যংছড়িতে অবৈধ ইটভাটা,জ্বালানি কাঠ ও করাত কলসহ পরিবেশ অধিদপ্তরের যৌথ অভিযানে জরিমানা

আপলোড সময় : ০৫-০১-২০২৫ ১১:৪৯:১৮ অপরাহ্ন , আপডেট সময় : ০৫-০১-২০২৫ ১১:৪৯:১৮ অপরাহ্ন
 

 


হেলাল উদ্দীন (মিঞাজী) নাইক্ষ্যংছড়ি (বান্দরবান) প্রতনিধিঃ বান্দরবানের নাইক্ষ্যংছড়ির ঘুমধুম ইউনিয়নে অবৈধ ইটভাটার বিরুদ্ধে সরকারি নির্দেশনা অমান্য করে কার্যক্রম পরিচালনার দায়ে দ্বিতীয় বারের মতো KRE ইট ভাটায় যৌথ অভিযান পরিচালনা করেছেন বান্দরবান জেলার পরিবেশ অধিদপ্তর ও নাইক্ষ্যংছড়ি উপজেলা প্রশাসন। 
 
জানা যায়, দীর্ঘদিন ধরে KRE ইট ভাটায় অবৈধভাবে ইট প্রস্তুত করে আসছে এই প্রতিষ্ঠান। রবিবার ৫ জানুয়ারি বান্দরবান জেলা প্রশাসকের দিকনির্দেশনায় ঘুমধুম ইউনিয়নের আজুখাইয়া এলাকায় এই যৌথ অভিযান পরিচালনা করা হয়। এসময় উপস্থিত ছিলেন বান্দরবান জেলা পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক রেজাউল করিম ও নাইক্ষ্যংছড়ি উপজেলার সহকারী ভূমি কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্টেট ইশরাত জাহান ইতু, রেঞ্জ কর্মকর্তা মোজাম্মেল হক সরকার, ঘুমধুম পুলিশ তদন্ত কেন্দ্রের সাব-ইন্সপেক্টর নাঈম উদ্দিন এবং ফায়ার সার্ভিস সহ সরকারি বিভিন্ন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। 
 
অভিযানে কে আর ই ইট ভাটাটির আনুমানিক ৩ লক্ষ পাকা ইট এবং ১ লক্ষ কাঁচা ইট জব্দ করা হয়, পাশাপাশি ৫ হাজার ঘন-ফিট জ্বালানি কাট জব্দ করা হয়। ইট ভাটায় অভিযান শেষে আজুখাইয়া এলাকায় ২ টি অবৈধ করাত কলে মোবাইল কোর্ট পরিচালনা করে ১৫ হাজার টাকা জরিমানা আদায় করা হয়। 
 
এসময় বান্দরবান জেলা পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক রেজাউল করিম বলেন, পরিবেশ বিনষ্টকারী অবৈধ ইট ভাটা ও অবৈধ করাত কলের  বিরুদ্ধে এই অভিযান অব্যাহত থাকবে।


 

সম্পাদকীয় :

প্রকাশক ও সম্পাদক : মোঃ গোলাম মাওলা শাওন
মোবাইল : ০১৭১১-০০৬২১৪

অফিস :

প্রধান কার্যালয় : ৩১/১ শরীফ কমপ্লেক্স ৫ম তলা পুরানা পল্টন ঢাকা ১০০০

মোবাইল : ০১৯৯৯-৯৫৩৯৭০

ই-মেইল : [email protected],  [email protected]