টুঙ্গিপাড়ায় ডাক্তার বেশে প্রতারণার ফাঁদ নেই কোন সার্টিফিকেট রোগী দেখছেন নিয়মিত

আপলোড সময় : ০৫-০১-২০২৫ ১১:৪৪:৩৪ অপরাহ্ন , আপডেট সময় : ০৫-০১-২০২৫ ১১:৪৪:৩৪ অপরাহ্ন

 
 
মোঃ হাফিজুর রহমান 
টুঙ্গিপাড়া ( গোপালগঞ্জ) প্রতিনিধি:
টুঙ্গিপাড়া (গোপালগঞ্জ) ২৬ ডিসেম্বর ২০২৪টুঙ্গিপাড়া উপজেলার নীলফা বাজার এবং জোয়ারিয়া বাজারে এক ভূয়া ডাক্তার, হাজ্জাজ মোল্লা, ছয় মাসের ট্রেনিং নিয়ে এবং ভুয়া মেশিন ব্যবহার করে রোগ নির্ণয়ের নামে অপকর্ম চালাচ্ছেন।

অভিযোগ উঠেছে যে, নিজে ব্যবস্থাপত্র করে ১০০ টাকা ভিজিট নিচ্ছেন। রোগীদের হাতে ১০০০ টাকা থেকে ৫,০০০ টাকা পর্যন্ত ঔষধ ধরিয়ে দিচ্ছেন, যা সম্পূর্ণ অবৈধ এবং প্রতারণামূলক। হাজ্জাজ মোল্লা তার দোকানে ট্রেড লাইসেন্স, ড্রাগ লাইসেন্স এবং সাইনবোর্ড ছাড়া বসে এই ধরনের কার্যক্রম পরিচালনা করছেন। তিনি রোগীদের পরীক্ষা নিরীক্ষার জন্য একটি ভুয়া মেশিন ব্যবহার করেন এবং রোগ নির্ণয়ের নামে রোগীদেরকে প্রতারণা করে ঔষধ বিক্রি করেন।

এছাড়া, তিনি বাংলাদেশের সকল এমবিবিএস ডাক্তার এবং সাংবাদিকদের সম্পর্কে অশালীন মন্তব্য করেছেন। তার মতে, বাংলাদেশের সকল এমবিবিএস ডাক্তার চোর এবং সকল সাংবাদিক দুই নাম্বার এমন আপত্তিকর কথা তিনি সম্প্রতি বলেছেন, যা স্থানীয় জনগণের মধ্যে ক্ষোভের সৃষ্টি করেছে।

এ বিষয়ে স্থানীয়রা জানিয়েছেন, হাজ্জাজ মোল্লার কার্যক্রম দীর্ঘদিন ধরে চললেও, প্রশাসন বা স্বাস্থ্য বিভাগের পক্ষ থেকে কোনো কার্যকর পদক্ষেপ নেওয়া হয়নি। এলাকার জনগণ তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন। এ বিষয়ে টুঙ্গিপাড়া উপজেলা স্বাস্থ্য বিভাগও প্রশাসন এর পক্ষ থেকে দ্রুত ব্যবস্থা নেওয়ার জন্য এলাকাবাসী আহ্বান জানিয়েছে।



 

সম্পাদকীয় :

প্রকাশক ও সম্পাদক : মোঃ গোলাম মাওলা শাওন
মোবাইল : ০১৭১১-০০৬২১৪

অফিস :

প্রধান কার্যালয় : ৩১/১ শরীফ কমপ্লেক্স ৫ম তলা পুরানা পল্টন ঢাকা ১০০০

মোবাইল : ০১৯৯৯-৯৫৩৯৭০

ই-মেইল : [email protected],  [email protected]