মোঃ শহিদুল ইসয়াম, টাঙ্গাইল প্রতিনিধি: যমুনা নদীর উপর নবনির্মিত দেশের সর্ববৃহৎ রেলসেতু দিয়ে পরীক্ষামূলকভাবে দ্রুত গতিতে ট্রেন চলেছে।
আজ রবিবার সকাল ১০টায় দুটি ইঞ্জিনসহ ৬টি বগি নিয়ে সর্বোচ্চ ১২০ কি.মি.গতিতে দুটি ট্রেন চলাচল করে। ট্রেন দুটি আপ ও ডাউন টাঙ্গাইলের ভূঞাপুর পূর্বপ্রান্ত থেকে পশ্চিমপ্রান্ত সিরাজগঞ্জে রবিবার দিনভর এবং সোমবারও চলাচল করবে বলে জানা যায়।
যমুনা রেলওয়ে সেতু প্রকল্পের পরিচালক আল ফাত্তাহ মাসউদুর রহমান বলেন, সেতুটির সম্পূর্ণ কাজ শেষ। পরীক্ষামূলকভাবে ৪ দশমিক ৮ কিলোমিটার দৈর্ঘ্যের যমুনা রেলসেতু দিয়ে সর্বোচ্চ ১২০ কি.মি বেগে দুটি ট্রেন পাশাপাশি চলাচল করবে। সবকিছু ঠিকঠাক থাকলে চলতি জানুয়ারির শেষে অথবা ফেব্রুয়ারিতে আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হবে। ট্রেন চলার সময় রেলওয়ে সংশ্লিষ্ট বিভিন্ন স্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। সেতুটিতে কোনো ত্রুটি-বিচ্যুতি আছে কিনা সেজন্য পরীক্ষামূলকভাবে এ ট্রেন চলাচল করছে বলে জানা যায়।