পিস্তল ঠেকাইয়া মুখে ব্যবসায়ীকে অপহরণ, কর্মচারীদের বেঁধে টাকা লুট

আপলোড সময় : ০৪-০১-২০২৫ ০৫:৪৭:০৩ অপরাহ্ন , আপডেট সময় : ০৪-০১-২০২৫ ০৫:৪৭:০৩ অপরাহ্ন



মোঃ সোহাগ বিশেষ প্রতিনিধি

পটুয়াখালীর বাউফল উপজেলার কালাইয়া বন্দরের শিবু বনিক (৬৫) নামে এক ব্যবসায়ীকে অস্ত্রের মুখে অপহরণ এবং তার দোকানের কর্মচারীদের বেঁধে পাঁচ লক্ষাধিক টাকা লুটের ঘটনা ঘটেছে। শুক্রবার (৩ জানুয়ারি) রাত ১০টার দিকে এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, শিবু বনিক একজন বড় ব্যবসায়ী, যিনি চাল, ডাল, আটাসহ বিভিন্ন পণ্যের পাইকারি বিক্রেতা। ওই দিন রাতে দোকানের হিসাব বুঝে নিয়ে দোকান বন্ধ করার প্রস্তুতি নিচ্ছিলেন তিনি। একপর্যায়ে রাত সোয়া ১০টার দিকে ৮-১০ জন মুখোশধারী সন্ত্রাসী তার দোকানে ঢুকে অস্ত্রের মুখে শিবু বনিকসহ দুই কর্মচারী শংকর (৩৪) ও তাপস (৩৫) কে বেঁধে ফেলে। এরপর তারা দোকানের ক্যাশে থাকা পাঁচ লক্ষাধিক টাকা লুট করে নেয়।

এ ঘটনার পর সন্ত্রাসীরা শিবু বনিককে বেঁধে ট্রলারে উঠিয়ে নিয়ে যায় এবং তাকে অপহরণ করে। খবরটি ছড়িয়ে পড়লে বন্দরের ব্যবসায়ীরা আতঙ্কিত হয়ে পড়েন এবং দ্রুত শিবু বনিককে উদ্ধারের দাবি জানান।

বাউফল থানার ওসি মো. কামাল হোসেন বলেন, অপহরণের খবর পাওয়ার পর পুলিশ ঘটনাস্থলে পাঠানো হয়েছে। শিবু বনিককে উদ্ধারের জন্য অভিযান চলছে।

এ ঘটনায় স্থানীয় ব্যবসায়ী ও ব্যবসায়ীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে এবং তারা দ্রুত ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন।


 

সম্পাদকীয় :

প্রকাশক ও সম্পাদক : মোঃ গোলাম মাওলা শাওন
মোবাইল : ০১৭১১-০০৬২১৪

অফিস :

প্রধান কার্যালয় : ৩১/১ শরীফ কমপ্লেক্স ৫ম তলা পুরানা পল্টন ঢাকা ১০০০

মোবাইল : ০১৯৯৯-৯৫৩৯৭০

ই-মেইল : [email protected],  [email protected]