কাউখালীতে হত্যা ও নাশকতার মামলার আসামি যুবলীগ নেতা গ্রেফতার

আপলোড সময় : ০৪-০১-২০২৫ ০৫:৩৮:১৪ অপরাহ্ন , আপডেট সময় : ০৪-০১-২০২৫ ০৫:৩৮:১৪ অপরাহ্ন

 
কাউখালী (পিরোজপুর) প্রতিনিধি। 
 
পিরোজপুরের কাউখালী থানা পুলিশ হত্যা ও নাশকতার মামলার আসামি যুবলীগ নেতা মঞ্জু শেখকে গ্রেফতার করেছে।

কাউখালী থানা পুলিশের মাধ্যমে জানা গেছে, কাউখালী থানার এসআই রাশিদুল ইসলামের নেতৃত্বে এক অভিযান পরিচালনা করে শুক্রবার ৩ জানুয়ারি গভীর রাতে উপজেলার চিড়াপাড়া পারসাতুরিয়া ইউনিয়নের বেকুটিয়া গ্রামের মনোয়ার হোসেন শেখের ছেলে উপজেলা ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি ও যুবলীগের উপজেলা শাখার সদস্য মঞ্জু শেখ (৪৩) বেকুটিয়ার নিজস্ব বসতবাড়ি থেকে গ্রেফতার করা হয়েছে।

এ ব্যাপারে কাউখালী থানার অফিসার ইনচার্জ ওসি মোঃ সোলায়মান জানান, মঞ্জু শেখ এর বিরুদ্ধে হত্যা, নাশকতা সহ ৪টি মামলা চলমান রয়েছে। আসামিকে শনিবার সকালে পিরোজপুর কোর্টে প্রেরণ করা হয়েছে।


 

সম্পাদকীয় :

প্রকাশক ও সম্পাদক : মোঃ গোলাম মাওলা শাওন
মোবাইল : ০১৭১১-০০৬২১৪

অফিস :

প্রধান কার্যালয় : ৩১/১ শরীফ কমপ্লেক্স ৫ম তলা পুরানা পল্টন ঢাকা ১০০০

মোবাইল : ০১৯৯৯-৯৫৩৯৭০

ই-মেইল : [email protected],  [email protected]