পীরগঞ্জে সড়ক দুর্ঘটনায় শিক্ষিকার মৃত্যু

আপলোড সময় : ০৪-০১-২০২৫ ০৫:৩১:৫৭ অপরাহ্ন , আপডেট সময় : ০৪-০১-২০২৫ ০৫:৩১:৫৭ অপরাহ্ন



পেয়ার আলী, ঠাকুরগাঁও: ঠাকুরগাঁওয়ের পীরগন্জে সড়ক দুর্ঘটনায় এক শিক্ষিকার মৃত্যু হয়েছে বলে জানা গেছে।

৪ জানুয়ারি (শনিবার) সকাল ১১টায় পীরগঞ্জ শহরের পূর্ব চৌরাস্তায় মিনি বাসের ধাক্কায় দৌলতপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষিকার মর্মান্তিক মৃত্যু হয়েছে। মিত্রবাটি মহল্লার তোয়াবুর রহমানের স্ত্রী শিক্ষিকা তোজ্জামিন শাহনাজ (৪৮) ভ্যান গাড়ি যোগে পৌর শহরের পূর্ব চৌরাস্তা পৌছা মাত্রই হক এন্টারপ্রাইজ নামের একটি মিনিবাস বেপোরোয়া গতিতে  চালিয়ে পাকা রাস্তার পাশে থাকা সিএনজি (থ্রি-হুইলার) গাড়ি ও ভ্যান গাড়িটিকে ধাক্কা দেয়। তোজ্জামিন শাহনাজ ভ্যান গাড়ি থেকে পাকা সড়কের উপর ছিটকে পড়ে জ্ঞান হারিয়ে ফেলে। 

তড়িৎ গতিতে পীরগঞ্জ সরকারি হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। মিনি বাসের ধাক্কায় সিএনজি (থ্রি-হুইলার) গাড়ি ও ভ্যান গাড়িটির ব্যাপক ক্ষতি হয়েছে। পীরগঞ্জ থানা পুলিশ মিনিবাসটি জব্দ করেছে বলে থানা সূত্রে জানা গেছে।



 

সম্পাদকীয় :

প্রকাশক ও সম্পাদক : মোঃ গোলাম মাওলা শাওন
মোবাইল : ০১৭১১-০০৬২১৪

অফিস :

প্রধান কার্যালয় : ৩১/১ শরীফ কমপ্লেক্স ৫ম তলা পুরানা পল্টন ঢাকা ১০০০

মোবাইল : ০১৯৯৯-৯৫৩৯৭০

ই-মেইল : [email protected],  [email protected]