গুচ্ছ থেকে বের হওয়ার দাবিতে ইবির প্রশাসন ভবনে তালা

আপলোড সময় : ০৪-০১-২০২৫ ০৫:২৭:২৪ অপরাহ্ন , আপডেট সময় : ০৪-০১-২০২৫ ০৫:২৭:২৪ অপরাহ্ন



মোতালেব বিশ্বাস লিখন, ইবি

গুচ্ছ থেকে বেরিয়ে নিজস্ব পদ্ধতিতে ভর্তি পরীক্ষার দাবিতে ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) প্রশাসন ভবনে তালা দিয়েছে সাধারণ শিক্ষার্থীরা।

আজ শনিবার ১১টায় প্রশাসন ভবনে তালা ঝুলিয়ে দেয় আন্দোলনরত শিক্ষার্থীরা। আন্দোলনরত শিক্ষার্থীরা গুচ্ছ থেকে বেড় হওয়ার দাবিতে 'শিক্ষার নামে বৈষম্য, মানি না মানবো না', 'সবাই যখন স্বতন্ত্রে, ইবি কেন গুচ্ছে', 'ইবির স্বকীয়তা, বজায় রাখো করতে হবে', 'গুচ্ছের ভোগান্তি, আর না আর না', 'গুচ্ছের বিড়ম্বনা আর না আর না' ইত্যাদি স্লোগান দেন।

গুচ্ছ পদ্ধতিতে ভর্তির ভোগান্তির বিষয়ে শিক্ষার্থীরা বলেন,
শিক্ষার্থীদের ভোগান্তি দূরীকরণের উদ্দেশ্যে গুচ্ছ পদ্ধতি চালু হলেও এতে ভোগান্তি দূর না হয়ে বরং শিক্ষার স্বাভাবিক কার্যক্রম ব্যাহত হচ্ছে। সেশনজট বেড়েই চলছে। এভাবে দিন দিন বিশ্ববিদ্যালয় স্বকীয়তা হারিয়ে ফেলছে। স্বতন্ত্র বৈশিষ্ট্য ধরে রাখতে ইতিমধ্যে কয়েকটি বিশ্ববিদ্যালয় গুচ্ছ থেকে বেরিয়ে ভর্তি পরীক্ষার প্রজ্ঞাপন জারি করেছে। শিক্ষার্থীদের স্বার্থে ইবি প্রশাসনকেও গুচ্ছ থেকে বের হওয়ার ঘোষণা দিতে হবে।

পরে দুপুর ১ টায় উপ-উপাচার্য ড. এম এয়াকুব আলী আন্দোলনরত শিক্ষার্থীদের সঙ্গে কথা বলেন। তিনি জানান, স্বতন্ত্রভাবে পরীক্ষা নেওয়ার ব্যাপারে সিদ্ধান্ত নিতে আগামীকাল রবিবার বিকালে ছাত্র প্রতিনিধিদের সাথে বসা হবে।


 

সম্পাদকীয় :

প্রকাশক ও সম্পাদক : মোঃ গোলাম মাওলা শাওন
মোবাইল : ০১৭১১-০০৬২১৪

অফিস :

প্রধান কার্যালয় : ৩১/১ শরীফ কমপ্লেক্স ৫ম তলা পুরানা পল্টন ঢাকা ১০০০

মোবাইল : ০১৯৯৯-৯৫৩৯৭০

ই-মেইল : [email protected],  [email protected]