ভালুকায় সংখ্যালঘু পরিবারের জমি জোরপূর্বক দখলের অভিযোগ

আপলোড সময় : ০৪-০১-২০২৫ ১২:৫৭:২৩ পূর্বাহ্ন , আপডেট সময় : ০৪-০১-২০২৫ ১২:৫৭:২৩ পূর্বাহ্ন

 
ভালুকা প্রতিনিধিঃ- ময়মনসিংহের ভালুকায় এক সংখ্যালঘু পরিবারের জমি জোরপূর্বক দখলের পায়তারার অভিযোগ উঠেছে আশরাফ উদ্দীন দপ্তরী নামে এক প্রভাবশালী ও তার সহযোগীদের বিরুদ্ধে। এ ঘটনায় ভুক্তভোগী পরিবার ভালুকা মডেল থানায় একটি লিখত অভিযোগ করেছেন। 
 
থানায় করা অভিযোগ সূত্রে জানাযায়, উপজেলার পাড়াগাঁয় গতিয়ারবাজার এলাকায় মৃত মলিন চন্দ্র বর্মনের ছেলে শ্রী নীপেন বর্মনের এসএ ১০৩৭ দাগের দুই শতাংশ জমি জোরপূর্বক দখল করে তাতে বিল্ডিং ঘর নির্মাণ করছে একই এলাকার মৃত আজিম উদ্দীন দপ্তরীর ছেলে আশরাফ উদ্দীন দপ্তরী (৪৫), মৃত শামসুল হকের ছেলে শাহীন দপ্তরী, শামসুদ্দীনের দুই ছেলে সালাম (৪০) ও আফাজ উদ্দীন (৪৫), একই এলাকার আফাজ উদ্দীন (৫৫)। এ ঘটনায় শ্রী নীপেন চন্দ্র বর্মন উল্লেখিত ব্যাক্তিদের নাম উল্লেখ করে ভালুকা মডেল থানায় লিখিত অভিযোগ করেছেন। 
 
অভিযোক্ত আশরাফ উদ্দীন দপ্তরী জানান, তারা সংখ্যালঘু পরিবারের দাবিকরা সম্পত্তি জোরপূর্বক দখল করেননি। তিনি জমিটির ক্রয় সূত্রে মালিক হয়ে তাতে বিল্ডিং ঘর নির্মাণের দাবি করেছেন। 
 
ভালুকা মডেল থানায় অফিসার ইনচার্জ শামসুল হুদা খান জানান, হিন্দু পরিবারের পক্ষ থেকে ২.২৭ শতাংশ জমি জোরপূর্বক দখলের ঘটনার অভিযোগ পেয়েছেন। তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেওয়ার কথাও জানান তিনি।



 

সম্পাদকীয় :

প্রকাশক ও সম্পাদক : মোঃ গোলাম মাওলা শাওন
মোবাইল : ০১৭১১-০০৬২১৪

অফিস :

প্রধান কার্যালয় : ৩১/১ শরীফ কমপ্লেক্স ৫ম তলা পুরানা পল্টন ঢাকা ১০০০

মোবাইল : ০১৯৯৯-৯৫৩৯৭০

ই-মেইল : [email protected],  [email protected]