রাজশাহীর মোহনপুরে ইট ভাটা ও রাইস মিলে অভিযান, আড়াই লাখ টাকা জরিমানা আদায়

আপলোড সময় : ০৪-০১-২০২৫ ১২:৪২:২৮ পূর্বাহ্ন , আপডেট সময় : ০৪-০১-২০২৫ ১২:৪৪:৩২ পূর্বাহ্ন



মাসুদ রানা রাব্বানী, রাজশাহী: রাজশাহীর মোহনপুর উপজেলা প্রশাসন লাইসেন্সবিহীন তিনটি ইটভাটা ও ২টি চাউলকলে পৃথক অভিযান চালিয়ে ২লাখ ৫৭ হাজার টাকা জরিমানা আদায় করেছেন। বৃহস্পতিবার (২জানুয়ারী) দুপুর ১২টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত এ অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট আয়শা সিদ্দিকীর ভ্রাম্যমান আদালত।

এ সময় লাইসেন্সবিহীন ইট ভাটায় কয়লার পরিবর্তে কাঠ পুড়িয়ে ইট তৈরী ও অবৈধভাবে করাতকলের ব্যবহার এবং কৃষিজমি সংলগ্ন এলাকায় ইটভাটা স্থাপনের অপরাধে বাকশিমইল ইউপির নওনগর গ্রামে এফ.এ.আর ব্রিকস স্বত্বাধিকারী আশরাফুল আলমকে নগদ ১লাখ টাকা, জামতলা এ.ডি.বি ব্রিকস স্বত্বাধিকারী  আলামিন দেওয়ানকে ৫০ হাজার টাকা, মৌগাছি ইউপির বসন্তকেদার টাটা ব্রিকস স্বত্বাধিকারী আব্দুস সালাম মামুনকে ১লাখ টাকা ও লাইসেন্স বিহীনভাবে খাদ্যশস্য সংরক্ষণ ও প্রক্রিয়াকরণের অপরাধে মৌগাছি বাজার মেসার্স সরদার চাউলকল বারিককে ৫ হাজার টাকা, মাহাফুজ চাউলকলকে ২ হাজার টাকা জরিমানা আদায় করা হয়। ভ্রাম্যমান আদালত পরিচালনাকালে অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন উপজেলা খাদ্য নিয়ন্ত্রক নুরুন্নবী, পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক কবির হোসেন ও মোহনপুর থানা এএসআই এনামুল হক-সহ সঙ্গীয় অফিসার ফোর্স।

 

সম্পাদকীয় :

প্রকাশক ও সম্পাদক : মোঃ গোলাম মাওলা শাওন
মোবাইল : ০১৭১১-০০৬২১৪

অফিস :

প্রধান কার্যালয় : ৩১/১ শরীফ কমপ্লেক্স ৫ম তলা পুরানা পল্টন ঢাকা ১০০০

মোবাইল : ০১৯৯৯-৯৫৩৯৭০

ই-মেইল : [email protected],  [email protected]