বাংলাদেশের জলসীমায় অনুপ্রবেশের অভিযোগে আটক ৩১ ভারতীয় জেলেকে ছেড়ে দিয়েছে

আপলোড সময় : ০৩-০১-২০২৫ ১২:১৮:০৮ পূর্বাহ্ন , আপডেট সময় : ০৩-০১-২০২৫ ১২:১৮:০৮ পূর্বাহ্ন

 
 
পটুয়াখালী প্রতিনিধি; মনজুর মোর্শেদ তুহিন 
 
বাংলাদেশে অনুপ্রবেশের অভিযোগে নৌবাহিনীর হাতে আটক ৩১ ভারতীয় জেলেকে মুক্তি দেওয়া হয়েছে। বৃহস্পতিবার সকাল ১০টায় পররাষ্ট্র মন্ত্রণালয়ের প্রত্যর্পণ চুক্তি অনুযায়ী মামলা প্রত্যাহার করায় আদালতের নির্দেশে এসব জেলেকে পটুয়াখালী জেলা কারাগার থেকে কোস্টগার্ড দক্ষিণ জোনের কাছে হস্তান্তর করা হয়। পটুয়াখালী জেলা প্রশাসক আবু হাসনাত মোহাম্মদ আরেফিন বিষয়টি নিশ্চিত করেছেন।
 
তিনি বলেন, দুই দেশের মধ্যে বন্দি বিনিময় চুক্তির আওতায় ভারতীয় হাইকমিশনের প্রতিনিধি এসএস মাথির উপস্থিতিতে পটুয়াখালী জেলা কারাগার থেকে জেলেদের মুক্তি দেওয়া হয়। বর্তমানে তাদের কলাপাড়া থানায় পাঠানো হয়েছে। সেখান থেকে কোস্টগার্ড তাদের ট্রলারগুলোকে ভারত-বাংলাদেশ জলসীমায় নিয়ে ভারতের কোস্টগার্ডের কাছে হস্তান্তর করবে।
 
 এর আগে ১৫ অক্টোবর রাতে টহলরত অবস্থায় বানৌজা শহীদ আক্তার উদ্দিন জাহাজে নৌবাহিনীর সদস্যরা দুটি ট্রলারসহ ভারতীয় জেলেকে আটক করে।   এসময় ইলিশসহ বিভিন্ন প্রজাতির ৫০টি সামুদ্রিক মাছ জব্দ করা হয়। পরে তাদের আদালতের মাধ্যমে জেলা কারাগারে পাঠানো হয়।


 

সম্পাদকীয় :

প্রকাশক ও সম্পাদক : মোঃ গোলাম মাওলা শাওন
মোবাইল : ০১৭১১-০০৬২১৪

অফিস :

প্রধান কার্যালয় : ৩১/১ শরীফ কমপ্লেক্স ৫ম তলা পুরানা পল্টন ঢাকা ১০০০

মোবাইল : ০১৯৯৯-৯৫৩৯৭০

ই-মেইল : [email protected],  [email protected]