পটুয়াখালীতে ওয়াকাথনসহ বিভিন্ন আয়োজনে জাতীয় সমাজসেবা দিবস পালিত

আপলোড সময় : ০২-০১-২০২৫ ১০:৫৬:৫০ অপরাহ্ন , আপডেট সময় : ০২-০১-২০২৫ ১০:৫৬:৫০ অপরাহ্ন


 
মোঃ সোহাগ, বিশেষ প্রতিনিধিঃ

"নেই পাশে কেউ যার, সমাজসেবা আছে তার" এই প্রতিপাদ্য নিয়ে জেলা প্রশাসন ও সমাজসেবা অধিদপ্তরের আয়োজনে ওয়াকাথন, কল্যানরাস্ট্র বির্নিমান বিষয়ক মুক্ত আড্ডা ও পুরস্কার বিতরণ করমসূচীর মধ্যদিয়ে পটুয়াখালীতে জাতীয় সমাজসেবা দিবস-২০২৫ পালিত হয়েছে।

বৃহস্পতিবার (২ জানুয়ারী) সকাল সাড়ে ৯ টায় দিবসটি উপলক্ষে সার্কিট হাউজ প্রাঙ্গনে বেলুন ফেস্টুন উড়িয়ে বর্ণাঢ্য ওয়াকাথন শুরু করে বিভিন্ন সড়ক প্রদক্ষিন করে জেলা প্রশাসক কার্যালয়ের সামনে গিয়ে শেষ হয়। ওয়াকাথন শেষে জেলা প্রশাসক সম্মেলন কক্ষে কল্যাণরাষ্ট্র বির্নিমান বিষয়ে মুক্ত আড্ডায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক আবু হাসনাত মোহাম্মদ আরেফীন। আড্ডা পরিচালনায় ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক যাদব সরকার।

বিশেষ অতিথি হিসেবে আলোচনা করেন পুলিশ সুপার মোঃ আনোয়ার জাহিদ, সিভিল সার্জন ডাঃ এস এম কবির হাসান, জেলা সমাজসেবা কার্যালয়ের উপ-পরিচালক শীলা রানী দাস, সহকারী পরিচালক এস এম শাহজাদা। আরো আলোচনা করেন সমন্বয়ক মো. তোফাজ্জেল হোসেন প্রমুখ। এসময় ওয়াকাথনে বিজয়ী জুলাই কন্যা, ছাত্র- জনতা ও অংশীজনের মাঝে পুরস্কার প্রদান করা হয়। ওয়াকাথনে ও মুক্ত আড্ডায় বিভিন্ন স্কুল কলেজের শিক্ষার্থী, নতুন সমাজের নেতৃত্ব সমন্বয়করা অংশ গ্রহন করেন।


 

সম্পাদকীয় :

প্রকাশক ও সম্পাদক : মোঃ গোলাম মাওলা শাওন
মোবাইল : ০১৭১১-০০৬২১৪

অফিস :

প্রধান কার্যালয় : ৩১/১ শরীফ কমপ্লেক্স ৫ম তলা পুরানা পল্টন ঢাকা ১০০০

মোবাইল : ০১৯৯৯-৯৫৩৯৭০

ই-মেইল : [email protected],  [email protected]