কচুয়ায় নানা আয়োজনে সমাজসেবা দিবস পালিত

আপলোড সময় : ০২-০১-২০২৫ ১০:২৮:৫৯ অপরাহ্ন , আপডেট সময় : ০২-০১-২০২৫ ১০:২৮:৫৯ অপরাহ্ন


উজ্জ্বল কুমার দাস (কচুয়া, বাগেরহাট) প্রতিনিধি।। 
দেশের বিভিন্ন স্থানের মত বাগেরহাটের কচুয়ায় জাতীয় সমাজ সেবা দিবস ২০২৫ উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। এছাড়াও দিবসটিকে সামনে রেখে স্বেচ্ছায় কচুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এর ভিতরে আশেপাশে থাকা ময়লা পরিষ্কার পরিচ্ছন্ন করা হয়। 

২ জানুয়ারি উপজেলা প্রশাসন ও সমাজসেবা কার্যালয় এর আয়োজনে সেচ্ছাসেবী সমাজ কল্যাণ সংস্থার সহযোগিতায় সকাল ১১ টায় কচুয়া উপজেলা গেট থেকে একটি র‌্যালি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে গিয়ে শেষ হয়। এর আগে উপজেলা অডিটোরিয়ামের সামনে সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়। 

অনুষ্ঠিত অনুষ্ঠানে উপজেলা সমাজসেবা অফিসার শেখ হাসিবুর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কচুয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা কেএম আবু নওশাদ। সম্মানিত অতিথি হিসেবে ছিলেন উপজেলা বিএনপির প্রধান সমন্বয়ক ও জে বি গ্রুপের চেয়ারম্যান সরদার জাহিদ। 

এছাড়াও অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, সহকারী কমিশনার (ভূমি) বিজয় কুমার জোয়াদ্দার, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডঃ আ.স.ম মাহবুবুল আলম, কচুয়া উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মানিক অধিকারী, কচুয়া পাবলিক লাইব্রেরির সাধারণ সম্পাদক অবসরপ্রাপ্ত শিক্ষক সমীর বরণ পাইক, কচুয়া প্রেসক্লাবের সাধারণ সম্পাদক উজ্জল কুমার দাস, বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম কচুয়া উপজেলা শাখার সাধারণ সম্পাদক সূর্য্য চক্রবর্তী, বাংলাদেশ মফস্বল সাংবাদিক সোসাইটি কচুয়া উপজেলা শাখার সভাপতি তরিকুল ইসলাম সহ উপজেলার সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, সাংবাদিক, এনজিও প্রতিনিধি, আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য প্রমূখ। 

এদিন সমাজসেবা অফিসের পক্ষ থেকে প্রতিবন্ধীদের মাঝে হুইল চেয়ার, ঔষধ ও প্রতিবন্ধীদের পরিচয় পত্র প্রদান করা হয়। একই সাথে উপজেলা নির্বাহী অফিসারকে সাথে নিয়ে কচুয়া উপজেলা স্বাস্থ্য কেন্দ্রের বিভিন্ন সমস্যা চিহ্নিত করে পদক্ষেপ গ্রহণ ও পরিকল্পনা প্রনয়ণ করা হয়।


 

সম্পাদকীয় :

প্রকাশক ও সম্পাদক : মোঃ গোলাম মাওলা শাওন
মোবাইল : ০১৭১১-০০৬২১৪

অফিস :

প্রধান কার্যালয় : ৩১/১ শরীফ কমপ্লেক্স ৫ম তলা পুরানা পল্টন ঢাকা ১০০০

মোবাইল : ০১৯৯৯-৯৫৩৯৭০

ই-মেইল : [email protected],  [email protected]