ফুলবাড়ীতে নতুন বছরের শিক্ষার্থীদের মাঝে বই বিতরণ

আপলোড সময় : ০২-০১-২০২৫ ০৩:৫৯:৫৫ অপরাহ্ন , আপডেট সময় : ০২-০১-২০২৫ ০৩:৫৯:৫৫ অপরাহ্ন

মো. হারুন-উর-রশীদ, ফুলবাড়ী (দিনাজপুর) থেকে;
বছররে প্রথম দিনে সারাদেশের ন্যায় দিনাজপুরের ফুলবাড়ীতে শিশু শ্রেনী,৪র্থ শ্রেনী ও ৫ম শ্রেনীর শিক্ষার্থী মাঝে বই বিতরন ব্যাতিরেখে প্রাইমারী অন্যান্য শ্রেনীর সব পর্যায়ে প্রায় ৬৫ হাজার ৬৯১ শিক্ষার্থী ও মাধ্যমিক পর্যায়ে প্রায় ১৩ হাজার শিক্ষার্থীদের মাঝে নতুন বছরের বই বিতরণ করা হয়েছে।

বুধবার (১ জানুয়ারি) সকাল ১১টায় উপজেলার ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান সুজাপুর সরকারী মডেল উচ্চ বিদ্যালয়ের হলরুমে বিদ্যালয়ের প্রধান শিক্ষক সঞ্চয় কুমার চক্রবর্তী সভাপতিত্বে আনুষ্ঠানিক ভাবে নতুন বছরের পাঠ্যপুস্তক বিতরণ উদ্বোধন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি উপজেলা নির্বাহী অফিসার মীর আল কামাহ্ তমাল।

বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, মাধ্যমিক শিক্ষা অফিসার নুর ইসলাম,প্রাথমিক শিক্ষা অফিসার (ভারপ্রাপ্ত) আতিউর রহমান। এসময় প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি এসকে মুহাম্মদ আলী,সাধারণ সম্পাদক আব্দুল আলিম প্রমুখ উপস্থিত ছিলেন।

অপরদিকে ফুলবাড়ী বাংলা সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শরিফা আক্তার লাকি তার বিদ্যালয়ের শিক্ষকদের সাথে নিয়ে শিক্ষার্থীদের মাঝে নতুন বই তুলে দেন। এছাড়া একই সময় উপজেলার ফুলবাড়ী গোলাম মোস্তফা (জি.এম) পাইলট উচ্চ বিদ্যালয়সহ প্রাথমিক পর্যায়ে ১৫৩টি বিদ্যালয় ও মাধ্যমিক পর্যায় ৬২টি শিক্ষা প্রতিষ্ঠানে একযোগে নতুন বছরের পাঠ্যপুস্তক বিতরণ করা হয়।




 

সম্পাদকীয় :

প্রকাশক ও সম্পাদক : মোঃ গোলাম মাওলা শাওন
মোবাইল : ০১৭১১-০০৬২১৪

অফিস :

প্রধান কার্যালয় : ৩১/১ শরীফ কমপ্লেক্স ৫ম তলা পুরানা পল্টন ঢাকা ১০০০

মোবাইল : ০১৯৯৯-৯৫৩৯৭০

ই-মেইল : [email protected],  [email protected]