যুবদল নেতা ও তার পিতার বিরুদ্ধে মানববন্ধন ও বিক্ষোভ

আপলোড সময় : ০২-০১-২০২৫ ০৯:৩৯:১২ পূর্বাহ্ন , আপডেট সময় : ০২-০১-২০২৫ ০৯:৩৯:১২ পূর্বাহ্ন



ঝালকাঠি প্রতিনিধিঃ

ঝালকাঠির নলছিটি উপজেলার কুলকাঠি ইউনিয়নের ৮নং ওয়ার্ডের যুবদল নেতা সজিব ফকির ও তার পিতা ইউনুস ফকিরের বিরুদ্ধে সন্ত্রাস, নৈরাজ্য ও চাঁদাবাজির বিরুদ্ধে মানববন্ধন ও বিক্ষোভ করেছেন এলাকাবাসী। 

বুধবার (১ জানুয়ারি) সন্ধ্যা সাড়ে ৬ টার দিকে উপজেলার সুবিদপুর ইউনিয়নের মাদারঘোনা এলাকার  টাকবাজারে এ মানববন্ধন ও বিক্ষোভ  অনুষ্ঠিত হয়। 

এসময় বক্তব্য রাখেন, স্থানীয় বাসিন্দা মাওলানা মিজানুর রহমান খান, রফিকুল ইসলাম, ইসাহাক আকন, আবুল কাশেম হাওলাদার প্রমুখ। 

বক্তারা বলেন, ইউনুস ফকির ওয়ার্ড আওয়ামী লীগের সহ সভাপতি। তিনি সন্ত্রাসী চাঁদাবাজী ও এলাকায় মানুষের সাথে খারাপ আচরণ করে এবং তার ছেলে সজিব ফকির এলাকার যুব সমাজকে মাদক দিয়ে ধ্বংস করছে। সজিব এর আগে যুবলীগ করতো বর্তমানে যুবদল নেতা পরিচয় দেন।আমরা তাদের হাত থেকে রক্ষা পেতে চাই।

এ বিষয়ে সজিব ফকির বলেন, আমাদের বিরুদ্ধে মিথ্যা অভিযোগ দেওয়া হয়েছে। আমি ওয়ার্ড ছাত্র দলের সাবেক সাংগঠনিক সম্পাদক ছিলাম বর্তমানে যুবদলের ওয়ার্ডের সাধারণ সম্পাদক পদ প্রার্থী।



 

সম্পাদকীয় :

প্রকাশক ও সম্পাদক : মোঃ গোলাম মাওলা শাওন
মোবাইল : ০১৭১১-০০৬২১৪

অফিস :

প্রধান কার্যালয় : ৩১/১ শরীফ কমপ্লেক্স ৫ম তলা পুরানা পল্টন ঢাকা ১০০০

মোবাইল : ০১৯৯৯-৯৫৩৯৭০

ই-মেইল : [email protected],  [email protected]