কক্সবাজারের টেকনাফের পাহাড়ের বন থেকে ১৯জন ও হোয়াইক্যং থেকে ৭জনসহ মোট ২৬জন অপহরণের ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ জামায়াতের

আপলোড সময় : ০১-০১-২০২৫ ০২:৪২:১৫ অপরাহ্ন , আপডেট সময় : ০১-০১-২০২৫ ০২:৪৪:৩১ অপরাহ্ন

বিবৃতি

কক্সবাজারের টেকনাফে হ্নীলা জাদিমুড়া পশ্চিম পাহাড়ে বন বিভাগের ৩ কর্মীসহ ১৯ জন শ্রমিককে অপহরণের ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করে বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল ও সাবেক এমপি অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার ৩১ ডিসেম্বর নি¤েœাক্ত বিবৃতি প্রদান করেছেন। 

“কক্সবাজারের টেকনাফে হ্নীলা জাদিমুড়া পশ্চিম পাহাড়ে বন বিভাগের ৩ কর্মীসহ ১৯ জনকে গত ৩০ ডিসেম্বর অপহরণের ঘটনায় আমি গভীর উদ্বেগ প্রকাশ করছি। এ ঘটনার দ্বারাই প্রমাণিত হচ্ছে টেকনাফের বনাঞ্চলের মানুষের জানমালের কোনো নিরাপত্তা নেই। এ রকম অবস্থায় বন বিভাগের কর্মচারী ও শ্রমিকদের নিরাপদে কাজ করা সম্ভব নয়। কাজেই ঐ অঞ্চলের লোকদের জানমালের নিরাপত্তা বিধানের জন্য সরকারকে অত্যন্ত কার্যকর ও যথাযথ পদক্ষেপ গ্রহণ করতে হবে। 

এদিকে অপহৃত ১৯ জন উদ্ধার না হতেই ফের টেকনাফের হোয়াইক্যং থেকে বাহার ছড়া শামলাপুর বাজারে যাওয়ার পথে আরও ৭ জন অপহরণের শিকার হয়েছেন। এদের মধ্যে ১ জন সিএনজি ও ১ জন অটোরিকশা চালকসহ বাকিরা যাত্রী। 

কক্সবাজারের টেকনাফের হ্নীলা জাদিমুড়া পাহাড়ের বন থেকে অপহৃত ১৯ জন এবং হোয়াইক্যং থেকে ৭ জনসহ মোট ২৬ জন অপহৃতকে উদ্ধারের জন্য দ্রুত কার্যকর পদক্ষেপ গ্রহণ করার জন্য আমি সরকারের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নিকট জোর দাবি জানাচ্ছি।

বার্তা প্রেরক
(মুজিবুল আলম)
কেন্দ্রীয় প্রচার বিভাগ
বাংলাদেশ জামায়াতে ইসলামী


 

সম্পাদকীয় :

প্রকাশক ও সম্পাদক : মোঃ গোলাম মাওলা শাওন
মোবাইল : ০১৭১১-০০৬২১৪

অফিস :

প্রধান কার্যালয় : ৩১/১ শরীফ কমপ্লেক্স ৫ম তলা পুরানা পল্টন ঢাকা ১০০০

মোবাইল : ০১৯৯৯-৯৫৩৯৭০

ই-মেইল : [email protected],  [email protected]