ঢাকা আলিয়া প্রতিনিধি: ছাত্র-জনতার অভ্যুত্থানে স্বৈরাচার শেখ হাসিনা সরকারের পতনের চার মাস ২৪ দিন পরে গত ২৮ই ডিসেম্বর কেন্দ্রীয় সমন্বয়গন তাদের সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ৩১ই ডিসেম্বর রোজ মঙ্গলবার তিন ঘটিকার সময় কেন্দ্রীয় শহীদ মিনারে জুলাই বিপ্লবের ঘোষণাপত্র পাঠের কর্মসূচি ঘোষণা করেন।
ইতিহাস, ঐতিহ্যের ধারক ও বাহক উপমহাদেশের প্রাচীন শিক্ষা প্রতিষ্ঠান সরকারি মাদ্রাসা -ই-আলিয়া ঢাকার সাধারণ শিক্ষার্থীরা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ঢাকা আলিয়ার সমন্বয় ওমর ফারুকের নেতৃত্বে রাজধানীর বকশীবাজার থেকে বিশাল মিছিল নিয়ে কেন্দ্রীয় শহীদ মিনারে যোগদান করেন।
এবিষয়ে ঢাকা আলিয়ার বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক ওমর ফারুক দ্যা দৈনিক বাংলার আলো নিউজ এর প্রতিনিধিকে জানান বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সমন্বয়গন যে নির্দেশা দিবেন আমরা দেশ ও জাতির কল্যাণে সর্বদা তা বাস্তবায়ন করে যাবো। এছাড়াও তিনি বলেন, এদেশের রাজনীতি থেকে আওয়ামী ফ্যাসিস্ট রাজনীতিকে চুড়ান্তভাবে কবর দিতে হবে। আওয়ামী রাজনীতির প্রত্যাবর্তন অসম্ভব করে দিতে হবে। ভারতীয় আগ্রাসন ও আধিপত্যের অবসান ঘটাতে হবে। বাংলাদেশে একটা সাম্য ও ইনসাফের সমাজ গড়তে হবে।
পরিশেষে তিনি বলেন, ফ্যাসিবাদ বিরোধী শপথে সারাদেশের মানুষ এক হওয়ার শপথ নেবে এবং আমাদের তরুণ প্রজন্মকে ২৪ এর জুলাই বিপ্লব ধারণ করে স্বাধীন, সার্বভৌম, আত্মনির্ভর মর্যাদার নতুন বাংলাদেশ গড়ে তুলতে হবে।