নিষিদ্ধ সংগঠন ইবি ছাত্রলীগের সহসভাপতি মামুনকে আদালতে প্রেরণ

আপলোড সময় : ৩১-১২-২০২৪ ০৫:০৩:৪৯ অপরাহ্ন , আপডেট সময় : ৩১-১২-২০২৪ ০৫:০৩:৪৯ অপরাহ্ন


মোতালেব বিশ্বাস লিখন, ইবি প্রতিনিধি:
 ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) ছাত্রলীগের সহ-সভাপতি মামুন অর রশিদকে গ্রেফতার দেখিয়ে কারাগারে পাঠানো হয়েছে। মামুন বিশ্ববিদ্যালয় ম্যানেজমেন্ট বিভাগের ২০১৮-১৯ শিক্ষাবর্ষের সাবেক শিক্ষার্থী।

কুষ্টিয়ায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে হামলার মামলায় আজ মঙ্গলবার চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে জামিন মঞ্জুর না করে তাকে জেল হাজতে প্রেরণ করেন বিজ্ঞ আদালত।

জানা যায়, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন হামলার ঘটনায় আহত আরমান মীর কুষ্টিয়া-৩ আসনের সাবেক এমপি মাহবুব উল আলম হানিফকে প্রধান আসামি করে ১৮ জনের বিরুদ্ধে কুষ্টিয়া মডেল থানায় গত ৩০ অক্টোবর একটি মামলা দায়ের করেন। সেই মামলায় নিষিদ্ধ সংগঠন ইবি ছাত্রলীগের সহ-সভাপতি মামুন অর রশিদ ১৮ নাম্বার আসামি হন।

পরে সেই মামলায় আজ মঙ্গলবার কুষ্টিয়া চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে আত্মসমর্পণ করেন এবং তাঁর আইনজীবীর মাধ্যমে জামিনের জন্য আবেদন করেন। বিজ্ঞ আদালত তার জামিনের আবেদন না মঞ্জুর করে তাকে কারাগারে প্রেরণের নির্দেশ দেন।


 

সম্পাদকীয় :

প্রকাশক ও সম্পাদক : মোঃ গোলাম মাওলা শাওন
মোবাইল : ০১৭১১-০০৬২১৪

অফিস :

প্রধান কার্যালয় : ৩১/১ শরীফ কমপ্লেক্স ৫ম তলা পুরানা পল্টন ঢাকা ১০০০

মোবাইল : ০১৯৯৯-৯৫৩৯৭০

ই-মেইল : [email protected],  [email protected]