নলছিতে আগুনে পুড়ে বসতঘর ছাই ১৫ লক্ষ টাকার ক্ষতির দাবি

আপলোড সময় : ৩১-১২-২০২৪ ০৪:৩১:৩৮ অপরাহ্ন , আপডেট সময় : ৩১-১২-২০২৪ ০৪:৩১:৩৮ অপরাহ্ন



নলছিটি( ঝালকাঠি) প্রতিনিধি 
ঝলকাঠির নলছিটি উপজেলার পশ্চিম সুবিদপুর গ্রামে একটি বসতঘর পুড়ে ছাই হয়ে গেছে। মঙ্গলবার(৩১ ডিসেম্বর) সকাল ৬টার দিকে ওই গ্রামের আইয়ুব আলী হাওলাদারের বসতঘর বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুন লেগে এ ঘটনা ঘটে। এতে নগদ টাকা, স্বর্ণালংকার ও অন্যান্য মালামালসহ কমপক্ষে ১৫(পনের) লক্ষ টাকার ক্ষতি হয়েছে বলে দাবি ক্ষতিগ্রস্ত পরিবারের। গৃহকর্তা

আইয়ুব আলী হাওলাদারের ছেলে সোহাগ হাওলাদার জানান, আমার  বাবা -মা, ভাই বোন, স্ত্রী সন্তানসহ এক ঘরে থাকতাম। মঙ্গলবার সকাল ৬টার দিকে বিদ্যুতের মিটারের গোড়া থেকে আগুন লেগে ঘরে থাকা নগদ ৩( তিন) লক্ষ টাকা, ৫(পাঁচ) ভরি স্বর্ণালংকার ও অন্যান্য মালামালসহ আমাদের বসতঘরটি পুড়ে ছাই হয়ে গেছে। এতে কমপক্ষে ১৫(পনের) লক্ষ টাকার ক্ষতি হয়েছে। আমরা নিঃস্ব হয়ে গেছি। এদিকে খবর পেয়ে নলছিটি ফায়ার সার্ভিসের একটি দল সেখানে গেলেও রাস্তা সরু হওয়ায় গাড়ি ওই বাড়িতে পৌঁছাতে পারেনি।  এলাকাবাসী নিজেদের প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনলে পার্শ্ববর্তী ঘরবাড়ি রক্ষা পায়।

নলছিটি ফায়ার সার্ভিস স্টেশনের ভারপ্রাপ্ত স্টেশন অফিসার মো. মফিজুর রহমান বলেন, খবর পেয়ে আমরা সেখানে গেলেও রাস্তা সরু হওয়ায় ওই বাড়িতে ফায়ার সার্ভিসের গাড়ি পৌঁছা সম্ভব হয়নি। বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের উৎপত্তি হয়ে বসতঘরটি পুড়ে গেছে।




 

সম্পাদকীয় :

প্রকাশক ও সম্পাদক : মোঃ গোলাম মাওলা শাওন
মোবাইল : ০১৭১১-০০৬২১৪

অফিস :

প্রধান কার্যালয় : ৩১/১ শরীফ কমপ্লেক্স ৫ম তলা পুরানা পল্টন ঢাকা ১০০০

মোবাইল : ০১৯৯৯-৯৫৩৯৭০

ই-মেইল : [email protected],  [email protected]