শাহিদুল ইসলাম কয়রা(খুলনা)প্রতিনিধিঃ কয়রায় জেজেএসের প্রকল্প দেখার জন্য বিভিন্ন গ্রাম পরিদর্শন করেন জাপানের শাপলা নীড়ের প্রতিনিধি গন। রবিবার (২৯ ডিসেম্বর) দিন ব্যাপী তারা জেজেএসের প্রস্তুুতি প্রকল্পের বিভিন্ন কার্যক্রম ঘুরে দেখেন। এ সময় তারা প্রকল্পের কার্যক্রম দেখে সন্তোশ প্রকাশ করেন। জাপানের প্রতিনিধি দল কয়রার প্রকল্প সংশ্লিষ্ট মানুষের সাথে কথা বলার পাশাপাশি স্বেচ্ছাসেবী সংগঠন বিভিন্ন ক্লাবের নেতৃবৃন্দের সাথে মতবিনিময় করেন। প্রতিনিধি দলে উপস্থিত ছিলেন প্রফেসার কে-ই কোদা, মিস কাটসুই, জেজেএসের পরিচালক এটিএম জাকির হোসেন, জেজেএস প্রস্তুুতি প্রকল্পের আবু জোবায়ের, নাজমুল হুদা, এস এম এ মজিদ, ক্লাব প্রতিনিধি মোল্যা মনিরুজ্জামান, মিজানুর রহমান লিটন, আশিকুজ্জামান আশিক প্রমুখ।