কচুয়া উপজেলা পর্যায়ে প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুনার্মেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত

আপলোড সময় : ৩০-১২-২০২৪ ০৭:০৫:৩৬ অপরাহ্ন , আপডেট সময় : ৩০-১২-২০২৪ ০৭:০৫:৩৬ অপরাহ্ন


উজ্জ্বল কুমার দাস (কচুয়া,বাগেরহাট)প্রতিনিধি: কচুয়া উপজেলা পর্যায়ে প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট-২০২৪ এর সমাপনী খেলা অনুষ্ঠিত হয়েছে। ৩০ ডিসেম্বর (বৃহস্পতিবার) সকালে সরকারি সিএস পাইলট মাধ্যমিক বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত ফাইনাল খেলায় বিজয়ী স্কুল ও খেলোয়াড়দের হাতে ট্রফি ও মেডেল তুলে দেন অতিথিরা। উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোসাঃ শামসুন্নাহার এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভুমি) বিজয় কুমার জোয়ার্দার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কচুয়া উপজেলা সহকারী প্রাথমিক শিক্ষা অফিসার সতিশ চন্দ্র মন্ডল,কচুয়া মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক দেবদাস সাহা,শহীদ জিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ সরোয়ার হোসেন,সাংবাদিক খান সুমন সহ কচুয়া উপজেলার বিভিন্ন প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক বৃন্দ।


এদিকে উপজেলা পর্যায়ে অনুষ্ঠিত গোল্ডকাপ ফুটবল টুনার্মেন্টের ফাইনাল খেলায় বালকদের মধ্যে,খলিশাখালী সরকারি প্রাথমিক বিদ্যালয়কে হারিয়ে পূর্ব চড়সোনাকুড় সরকারি প্রাথমিক বিদ্যালয় চ্যাম্পিয়ন হয় এবং বালিকাদের মধ্যে পাইকজুরী সরকারি প্রাথমিক বিদ্যালয়কে হারিয়ে উত্তর বিষেরখোলা সরকারি প্রাথমিক বিদ্যালয় চ্যাম্পিয়ন হয়েছে।

উপজেলা পর্যায়ে প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ টুনার্মেন্টের খেলায় উপজেলার ৭টি ইউনিয়নের নির্বাচিত প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীরা অংশগ্রহণ করে।

 

সম্পাদকীয় :

প্রকাশক ও সম্পাদক : মোঃ গোলাম মাওলা শাওন
মোবাইল : ০১৭১১-০০৬২১৪

অফিস :

প্রধান কার্যালয় : ৩১/১ শরীফ কমপ্লেক্স ৫ম তলা পুরানা পল্টন ঢাকা ১০০০

মোবাইল : ০১৯৯৯-৯৫৩৯৭০

ই-মেইল : [email protected],  [email protected]