মোঃআইয়ুব চৌধুরী
রাজস্থলী রাঙ্গামাটি পার্বত্য জেলার রাজস্থলী উপজেলার পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের অধীনে টেকসই সামাজিক সেবা প্রদান প্রকল্পভূক্ত উপজাতীয় আবাসিক উচ্চ বিদ্যালয়ের ২০২৫ সালের সরকারি নিয়মে শিক্ষার্থী ভর্তি পরীক্ষা সম্পন্ন হয়েছে।
৩০ ডিসেম্বর সোমবার সকালে বিদ্যালয়ে অনুষ্ঠিত ভর্তি পরীক্ষায় দুইটি শ্রেনীর মধ্যে ৩য় শ্রেনীতে ৬২জন ও ৯ম শ্রেনীতে ২৪জন আবেদন করেন। আবেদনের প্রেক্ষিতে উন্মুক্ত লটারির মাধ্যমে ভর্তি প্রক্রিয়া সম্পন্ন হয়।
এতে ৩য় শ্রেনীতে ৩০ জন এবং ৯ম শ্রেনীতে ২৩ জন ভর্তির জন্য সুযোগ পায় এসময় উপস্থিত ছিলেন জেলা পরিষদের সদস্যা বৈশালী চাকমা, উপজেলা নির্বাহী অফিসার, সজীব কান্তি রুদ্র ,পরিকল্পনা কর্মকর্তা( ভারপ্রাপ্ত) পার্বত্য চট্রগ্রাম উন্নয়ন বোর্ড মনোতষ চাকমা, সাংবাদিক আজগর আলী খান সাংবাদিক আইয়ুব চৌধুরী, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তার প্রতিনিধি ডাঃ নাজিম উদ্দিন ,প্রাথমিক শিক্ষা অফিসার তাজুরুল ইসলাম, উপজেলা মাধ্যমিক শিক্ষা একাডেমিক সুপারভাইজার সোশেল চাকমা ,বিদ্যালয়ের (ভারপ্রাপ্ত) প্রধান শিক্ষক মতিময় চাকমা,বাঙ্গালহালিয়া পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই আবদুর রহমান প্রমুখ।
ভর্তি পরীক্ষায় নির্বাহী অফিসার সজীব কান্তি রুদ্র বলেন ভর্তির লটারী তিন পার্বত্য অঞ্চলের উপজাতি সম্প্রদায়ের ছাত্র-ছাত্রী অংশগ্ৰহন করেন। তাদের প্রত্যেককে লটারীর মাধ্যমে ভর্তি করা হয়।সবাইকে বিদ্যালয়ের নিয়ম মেনে চলার আহ্বান করেন এবং সকল শিক্ষার্থীর সাফল্য কামনা করেন।